সাতক্ষীরা

মাদক সেবীর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখতে সাতক্ষীরার পুলিশ সুপারের প্রতি শ্রমিকলীগের আহ্বান

By daily satkhira

August 10, 2023

সাতক্ষীরা জেলাকে মাদকমুক্ত করার জন্য বদ্ধ পরিকর পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। ইতোমধ্যে মাদক ব্যবসায়ী ও সেবীদের ধরতে সাড়াষি অভিযান চালাচ্ছে পুলিশ। গত ২৬ জুলাই ২০২৩ তারিখে বাস টার্মিনাল এলাকার মাদক ব্যবসায়ী রেজাউল কে গাজা ও ইয়াবাসহ আটক করেছে পুলিশ।

এরপর থেকে অন্যান্য মাদক সেবী ও মাদক কারবারীরা বেপরোয়া হয়ে উঠেছে। ইতোমধ্যে ৯ আগস্ট দৈনিক কালেরচিত্র পত্রিকায় জেলা শ্রমিকলীগের সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসি’র মাদক সেবনের ছবিসহ সংবাদ প্রকাশিত হয়। এরপর সে নিজেকে রক্ষার জন্য পৌর শ্রমিকলীগের দুএকজনকে সাথে নিয়ে পৌর শ্রমিকলীগের ব্যানার ব্যবহার করে একটি মিছিল করেছে। মিছিলে পৌর শ্রমিকলীগের সদস্য সচিব, যুগ্ম আহবায়ক থাকলেও আহবায়ক আব্দুল আজিজ বাবু এ সম্পর্কে কিছুই জানেন না।

আহবায়কের অনুমতি ছাড়া এধরনের মিছিল কিভাবে হলো। এছাড়া জেলা কমিটির আহবায়ক হিসেবে আমাকেও বিষয়টি জানানো হয়নি। সুতরাং আজকের পৌর শ্রমিকলীগের ব্যানারে মাহমুদুল আলম বিবিসি’র নেতৃত্বে যে মিছিল হয়েছে তার সাথে জাতীয় শ্রমিকলীগ সাতক্ষীরা জেলা কমিটির কোন সম্পর্ক নেই। আমরা চাই বাস টার্মিনালসহ সাতক্ষীরা জেলা মাদক মুক্ত হোক। মাদক কারবারি, সন্ত্রাসী, মাদক সেবীর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখতে সাতক্ষীরার সাহসী পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান মহোদয়ের প্রতি আহ্বান জানাচ্ছি।