সাতক্ষীরা

সাতক্ষীরা সদর উপজেলা কৃষকলীগের বর্ধিতসভা

By daily satkhira

August 10, 2023

১০ আগস্ট ২০২৩, রোজ- বৃহস্পতিবার বিকাল ৪টায় সাতক্ষীরায় কাটিয়াস্থ কৃষকলীগের অস্থায়ী কার্যালয়ে সাতক্ষীরা সদর উপজেলা কৃষকলীগের সিনিয়র সহ-সভাপতি মাষ্টার আব্দুল করিমের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: রেজাউল ইসলামের সঞ্চালনায় সাতক্ষীরা সদর উপজেলা কৃষকলীগের এক বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষকলীগের জাতীয় পরিষদ সদস্য মো: মঞ্জুর হোসেন।

প্রধান বক্তা ছিলেন, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মো: সামছুজ্জামান জুয়েল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের নেতৃবৃন্দ। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে সভায় গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত গৃহীত হয়। বর্তমান সভাপতি/সাধারণ সম্পাদক ব্যক্তিগত কারণে স্বীয় পদে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করায় বাংলাদেশ কৃষকলীগের গঠনতন্ত্রের ২৩(ঙ) ধারা অনুযায়ী বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে সিনিয়র সহ-সভাপতি মাস্টার আব্দুল করিমকে ভারপ্রাপ্ত সভাপতি এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: রেজাউল ইসলামকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। এছাড়া সদর উপজেলা কৃষকলীগের কমিটি গঠনের পর হতে অদ্যবধি যেসকল নেতৃবৃন্দ দলীয় কর্মকান্ডে অংশগ্রহণ করেন নাই তাদের পদ শূণ্য ঘোষনা করা হয়।

বাংলাদেশ কৃষকলীগের গঠনতন্ত্রের ১৯(গ) অনুযায়ী শূন্য পদে কো-অপশনের মাধ্যমে এড. জামিনি কান্ত সরকার (এজিপি,জজকোর্ট) সহ-সভাপতি, এড. নওশের আলী, মো: এনামুল হোসেন খোকন(ইউপি সদস্য), মো: মোছাফফার মুকুল(ইউপি সদস্য), মো: শাহাজান কবির হাবলুকে সহ-সভাপতি, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মো: কামরুল হাসান রানা, ৩নং যুগ্ম সাধারণ সম্পাদক মো: আব্দুল হামিদ ফিরোজ, ১নং সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, ৩নং সাংগঠনিক সম্পাদক এস এম আজিজুল ইসলাম মিঠু, আইন বিষয়ক সম্পাদক মো: শফিকুল ইসলাম(জগন্নাথপুর),

সমবায় বিষয়ক সম্পাদক মাখন সরকার, ভূমি বিষয়ক সম্পাদক মো: লিটন হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম(মুক্তিযোদ্ধার সন্তান), কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: আব্দুল আলিম, কার্যকরী সদস্য পদে মো: মুজিবুর রহমান ও মো: ওয়াদুদকে কো-অপট করার সিদ্ধান্ত গৃহিত হয়। সভার দ্বিতীয় আলোচ্য সূচী অনুযায়ী জাতীয় শোক দিবসের মাসব্যাপী প্রত্যেকটি কর্মসূচীতে সকল নেতা কর্মীদের অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়। তৃতীয় আলোচ্য সূচী অনুযায়ী সদরের বিভিন্ন ইউনিয়ন কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস বিজ্ঞপ্তি