সাতক্ষীরা

পরিবেশ দূষণ রোধ ও পরিমিত ব্যবহার বিষয়ে সচেতনতা মূলক স্কুল ক্যাম্পেইনও বৃক্ষ রোপন

By daily satkhira

August 10, 2023

যুব নেতৃত্বে পরিবেশ দূষণ রোধ ও পরিমিত ব্যবহার বিষয়ে সচেতনতা মূলক স্কুল ক্যাম্পেইনও বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত।

সাতক্ষীরা সদর উপজেলায় যুব নেতৃত্বে পরিবেশ দূষণ রোধ ও পরিমিত ভোগ/ব্যবহারবিষয়ে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইনও বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার(১০আগষ্ট) সকাল ১১টায় সদর উপজেলার ব্রক্ষরাজপুর ইউনিয়নের গোয়ালপোতায় জি, জি, কে, এইচ কানাইলাল উচ্চ বিদ্যালয়ে বেসরকারী উন্নয়নসংস্থা সিডো বাস্তবায়নে একশনএইডবাংলাদেশ এর সহযোগিতায় যুব নেতৃত্বে পরিবেশ দূষণ রোধ ও পরিমিত ভোগ/ব্যবহার বিষয়ে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইনও বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

জি, জি, কে, এইচ কানাইলাল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মনিন্দ্রনাথ গায়েন উপস্থিত ছিলেন যুবসংঘের সদস্যবৃন্দ। ক্যাম্পেইন শেষে অত্র বিদ্যালয় প্রাঙ্গণকে সবুজায়ন করার জন্য ১০০টি ফলজ ও বনজবৃক্ষ বিতরণও রোপন করা হয়।

উপস্থিত ছিলেনঅত্র প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ, সাংবাদিক, জনপ্রতিনিধি প্রোগ্রামঅফিসার চন্দ্র শেখরহালদার, ইয়ূথ ফেলোসাকিব হোসেন, যুবপ্রতিনিধিতায়িব হোসেন, ওমরফারুক, মিঠুনসরকার ও সিফাত হোসেনপ্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি