আশাশুনি

আশাশুনিতে পূজা উদযাপন পরিষদের মতবিনিময়

By daily satkhira

August 10, 2023

আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অবঃ প্রধান শিক্ষক নীলকণ্ঠ সোমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর। পূজা উদযাপন পরিষদের উপজেলা সেক্রেটারী রনজিৎ কুমার বৈদ্যর সঞ্চালনায় সভায় আশাশুনি সেবা আশ্রমের অধ্যক্ষ স্বামীজী বিশ্ব প্রাণানন্দজী, অবঃ অধ্যাপক সুবোধ কুমার চক্রবর্ত্তী, বড়দল পূজা উদযাপন পরিষদের সুরঞ্জন কুমার ঢালী, কালিকিংকর হালদার, অলোক কুমার মন্ডল, শোভনালী পূজা উদযাপন পরিষদের উদয় কান্তি বাছাড়, বুধহাটা পূজা উদযাপন পরিষদের অনাঙ্গ কুমার দাশ,

কাদাকাটি পূজা উদযাপন পরিষদের অরবিন্দু কুমার সানা, অমৃত কুমার সানা, বাপন মিত্র, আনুলিয়া পূজা উদযাপন পরিষদের সুকুমার বিশ্বাস, শ্রীউলা পূজা উদযাপন পরিষদের রমেশ চন্দ্র মন্ডল, সত্যজিৎ মন্ডল ও আশাশুনি সদর ইউনিয়নের কালিপদ রায়, দিপঙ্কর মন্ডল, দিপন কুমার মন্ডল, বরুন চন্দ্র মন্ডল, আশীষ কুমার মন্ডল, নিরমোহন মন্ডল, সুরঞ্জন বাছাড় ও ইউপি সদস্য মহানন্দ মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় উপজেলার ধর্মীয় প্রতিষ্ঠান, মন্দিরের অবস্থা, পূজা পার্বন বিশেষ করে শারদীয়া দুর্গোৎসবসহ সার্বিক পরিবেশ নিয়ে আলোচনা করা হয়। প্রধান অতিথি ইউএনও রনি আলম নূর মাননীয় প্রধানমন্ত্রীর ধর্মনিরপেক্ষ আদর্শ বাস্তবায়ন ও সকল ধর্মের মানুষের নিরাপত্তা, সমান অধিকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন কর্মকান্ডের কথা উত্থাপন করে আশাশুনিতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তার সাথে সর্বাবস্থায় যোগাযোগ রক্ষাসহ সহযোগিতা প্রদানের আহবান জানান।