সাতক্ষীরা

পৌরসভা ও সদরের পুনর্বাসিত ভিক্ষুকদের নিয়ে ব্যতিক্রমধর্মী ইফতার

By Daily Satkhira

June 21, 2017

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা পৌরসভা ও সদর উপজেলার পুনর্বাসিত ব্যক্তির (যারা পূর্বে ভিক্ষুক ছিলেন) সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৪ রমজান সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা মিলনায়তনে সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজলের সভাপতিত্বে ইফতার পুর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আলতাফ হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ.এন.এম মঈনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল লতিফ খান, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। এ সময় উপস্থিত ছিলেন সদর সহকারী কমিশনার (ভুমি) দেবাশীষ চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ মারুফ আহমেদ, সদর সহকারী কমিশনার ময়নুল ইসলাম, স্বজন মোল্যা, একি মিত্র চাকমা, এনডিসি মো. আবু সাঈদ, সদর উপজেলা কৃষি অফিসার মো. আমজাদ হোসেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো. নকিবুল হাসান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জালাল উদ্দিন, সদর উপজেলা সমাজ সেবা অফিসার মো. রোকনুজ্জামান, সদর উপজেলা মুক্তিযোদ্ধা হাসানুল ইসলাম, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, পৌরসভার প্যানেল মেয়র মো. আব্দুস সেলিম, পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌল্লা সাগর, ফারহা দিবা খান সাথি, সৈয়দ মাহমুদ পাপা, শহিদুল ইসলাম, শফিকুল আলম বাবু, কাজী ফিরোজ হাসান, শাহিনুর রহমান শাহিন, শেখ আব্দুস সেলিম, অনিমা রাণী ম-ল, ঘোনা ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান, ফিংড়ী ইউপি চেয়ারম্যান মো. সামছুর রহমান, ব্রক্ষ্মরাজপুর ইউপি চেয়ারম্যান মো. শহিদুল ইসলামসহ সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। ইফতারের আগে অতিথিবৃন্দ আগত পুনর্বাসিত ভিক্ষকদের প্রতিটি টেবিল ঘুরে ঘুরে দেখেন ও খোজ-খবর নেন এবং তাদের সাথে রমজানের শুভেচ্ছা বিনিময় করেন। ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি, শান্তি, উন্নয়ন ও সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টের সকল শহীদ, শহীদ জাতীয় চার নেতা, শহীদ মুক্তিযোদ্ধা ও গণতান্ত্রিক আন্দোলনে সকল শহীদের রূহের মাগফেরাতও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ আব্দুল জলিল। পরে পুনর্বাসিত সকল ভিক্ষুকদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সেমাই, চিনি, তেল ও মসল্যাসহ ঈদ সামগ্রি প্রদান করা হয়।