১২ আগস্ট, শনিবার, সকাল ১০ টায়, পৌর কাটিয়াস্থ কৃষক লীগের অস্থায়ী কার্যালয়ে সাতক্ষীরা পৌর শাখা কৃষক লীগের বর্ধিত সভা ও জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর কৃষক লীগের সভাপতি মোঃ রাশিদ হাসান চৌধুরী বাবু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ আনারুল ইসলাম’র সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের জাতীয় পরিষদ সদস্য মোঃ মনজুর হোসেন, প্রধান বক্তা হিসেবে সাংগঠনিক বক্তব্য প্রদান করেন সাতক্ষীরা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা মোঃ সামছুজ্জামান জুয়েল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা কৃষক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ বাবলুর রহমান সহ-দপ্তর সম্পাদক মোঃ শফিক উদ্দিন ময়না,সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ ওবায়দুল্লাহ ইসলাম, পৌর কৃষক লীগের সহ-সভাপতি মোঃ শামীম মল্লিক, সদর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম।সভায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন পৌর কৃষক লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ সিরাজুল হক ও পবিত্র গীতা পাঠ করেন পৌর কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক শ্রী প্রদীপ চন্দ্র বিশ্বাস। বর্ধিত সভায় দলীয় ও সাংগঠনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত।
সিদ্ধান্ত সমূহের মধ্যে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনার্থে কাটিয়াস্ত কৃষক লীগের অস্থায়ী কার্যালয়ে সকাল ৭টায় দলীয় নেতাকর্মীদের কালো ব্যাজ ধারন, কালো পতাকা উত্তোলন এবং জাতীয় ও দলীয পতাকা অর্ধনমিত উত্তোলন, দিনভর বঙ্গবন্ধুর ভাষণ মাইকে প্রচারের পাশাপাশি দুপুর ১টায় গণভোজের আয়োজন, সন্ধ্যা ৭ টায় সাতক্ষীরা জেলা, পৌর ও সদর উপজেলা কৃষক লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শীর্ষক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান এবং উপস্থিত কৃষক ভাইদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ হতে উন্নত মানের খাবার বিতরণ।
এছাড়া একুশে আগস্ট গ্রেট হামলা ও ১৭ই আগস্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদে একুশে আগস্ট বিকাল ৪ টায় কাটিয়াস্ত কৃষকলীগের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ওও নিহতদের রুহের মাগফেরাত কামনার্থে দোয়া অনুষ্ঠান। এছাড়া ২৬শে আগস্ট সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের জাতীয় শোক দিবসের কর্মসূচিতে সাতক্ষীরা কৃষক লীগের সর্বস্তরের নেতকর্মীদের অংশগ্রহণের আহ্বান জানান সাতক্ষীরা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পৌর কৃষক লীগের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে আগামী ৯ সেপ্টেম্বর পৌর ১ নং ওয়ার্ড কৃষক লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়। বর্ধিত সভায় পৌর কৃষক লীগের নেতৃবৃন্দ এবং সকল ওয়ার্ড শাখা কৃষক লীগের সভাপতি/ সাধারণ সম্পাদক বৃন্দ উপস্থিত ছিলেন। (প্রেস বিজ্ঞপ্তি)