নিজস্ব প্রতিবেদক: ‘শান্তির স্বপক্ষে তরুণ ও যুবরা ঐক্যবদ্ধ হও’ এই শ্লোগানে সাতক্ষীরায় উগ্রপন্থা প্রতিরোধে সামাজিক সম্পৃক্তকরণ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা সার্কিট হাউজ মিলনায়তনে বেসরকারি এনজিও অগ্রগতি সংস্থা, রুপান্তর, রেডিও নলতা ও পিস কনসোর্টিয়াম বাংলাদেশ এর যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ। এসময় তিনি বলেন, সমাজের উগ্রপন্থা প্রতিরোধে সামাজিকভাবে নিজ নিজ পরিবার থেকে মানুষের কল্যাণে রোল মডেল হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করতে হবে। প্রতিটি পরিবারের সন্তানদের মানবতাবাদী হিসেবে গড়ে তুলতে হবে। বর্তমান সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো মহামানব বাঙালী জাতির রোল মডেল খুবই অভাব হয়ে পড়েছে। তরুণ সমাজের মাঝে সাধারণ শিক্ষার পাশাপাশি সঠিক ধর্মীয় শিক্ষা ও দেশ প্রেমিক হিসেবে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। পৃথিবীর ইতিহাসে যত মহামনিষী আছে তারা তাদের কর্মের মাঝে আজও বেছে আছে। জঙ্গি ও উগ্রপন্থা শুধু আলিয়া মাদ্রাসা ও কওমী মাদ্রাসা থেকে সৃষ্টি হচ্ছে না। এটিও এখন ইংলিশ মিডিয়াম স্কুল ও ক্যাডেট কলেজ থেকে সৃষ্টি হচ্ছে। এজন্য পারিবারিকভাবে সন্তানদের প্রতি অবিভাবকদের যতœবান ও সতর্ক্য থাকতে হবে। যাতে তাদের সন্তানরা বেপথে ধাবিত না হতে পারে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন র্যাব-৬ এর অতিরিক্ত ডিআইজি খন্দকার রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার কে.এম আরিফুল হক, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. কামরুজ্জামান, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানাজী, দৈনিক আজকের সাতক্ষীরার ভারপ্রাপ্ত সম্পাদক হাফিজুর রহমান মাসুম, জেলা সমাজসেবা অফিসার দেবাষিস সরদার, কলারোয়া উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন, পৌর কাউন্সিলর ফারহা দিবা খান সাথী প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আব্দুস সবুর, মোস্তফা নুরুল আমিন, রুপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ। মাল্টিমিডিয়া ভিত্তিক প্রেজেন্টেশন উপস্থাপন করেন রুপান্তরের প্রতিনিধি সাহাদাৎ হোসেন বাচ্চু।