২০২৪টি শূন্যপদের বিপরীতে ৩৮তম বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।মঙ্গলবার বিকেলে পিএসসি’র ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
আগামী ১০ জুলাই থেকে এর জন্য আবেদন করা যাবে। আবেদনের শেষ সময় ১০ আগস্ট। নতুন বিভাগ ময়মনসিংহসহ মোট আট বিভাগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এছাড়া এবারই প্রথম লিখিত পরীক্ষায় দুজন পরীক্ষকের মাধ্যমে খাতা মূল্যায়ন করা হবে। ২০ শতাংশের বেশি পার্থক্য দেখা দিলে তা পুনরায় মূল্যায়ন করা হবে।
কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এই বিজ্ঞপ্তি পাওয়া যাবে।