নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় পুরাতন মোটরসাইকেল শো-রুমে পরিকল্পিকভাবে মাদক রেখে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় প্রতিকার চেয়ে ভুক্তভোগী শো-রুমের মালিক সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, সাতক্ষীরা শহরের উত্তরকাটিয়া গ্রামের এস এম কামরুজ্জামানের পুত্র এস এম আশরাফুজ্জামান সানি কাটিয়া বাজারে জয়েন্ট মোটরস-২ নামের পুরাতন মোটর সাইকেলের শো-রুম পরিচালনা করে আসছিল।
ব্যবসায়ীক সততা থাকায় ইতোমধ্যে তার সুনাম ছড়িয়ে পড়েছে। এতে ঈর্ষান্বিত হয়ে উত্তরকাটিয়া দাসপাড়া গ্রামের মৃত.আকবর হোসেনের পালিত পুত্র দেলোয়ার হোসেন সোহাগ চক্রান্ত শুরু করে।
গত ১৬ আগস্ট রাত ১০টায় পুলিশের লোকজন বন্ধ শো-রুম খুলিয়া তল্লাশী করে পোটলা বের করে। এঘটনায় আশরাফুজ্জামান সানিকে আসামী করে এবং তাকে নিয়ে যেতে চায়। সে সময় তাদের অনুরোধে সিসিটিভি ফুটেজ দেখে পুরো ঘটনা সোহাগের সাজানো তখন পুলিশ তাকে ছেড়ে দেয়। পরে তাদের অনুরোধে সিসিটিভি ফুটেজে দেখা যায় ওই দিন দুপুর ২.৩৮ মিনিটে সোহাগ নিজ হাতে শো-রুমের সিসি ক্যামেরা ঘুরাইয়া গাজার পোটলাটি ওই শো-রুমে রাখে এবং পুলিশকে জানায় এই শো-রুমে গাজার ব্যবসা করে। যে কারণে সেখানে তল্লাশী করে।
ভুক্তভোগী আশরাফুজ্জামান সানি অভিযোগ করে বলেন, সোহাগেরও মায়াজাল নামক পুরাতন শো-রুম রয়েছে। যে কারনে আমার ব্যবসায়ীক সুনাম নষ্ট করতে এবং সামাজিকভাবে হেয় করতে এধরনের চক্রান্ত করা হয়েছে। এঘটনায় আমি আর্থিক এবং সামাজিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছি। তিনি এ বিষয়ে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
এবিষয়ে অভিযুক্ত দেলোয়ার হোসেন সোহাগের শো-রুম এবং মোবাইল নাম্বার বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। ##