শ্যামনগর প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে বারসিক’র সামাজিক সুরক্ষা বিষয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান বারসিক‘র উদ্যোগে এবং নেটজ-পার্টনারশীপ ফর ডেভেলমেন্ট এ্যান্ড জাস্টিস’র সহযোগিতায় বাংলাদেশের জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থ্য দরিদ্র জনগোষ্ঠীর সক্ষমতা শক্তিশালী করণ (পরিবেশ) প্রকল্প এর আওতায় ২৪ আগষ্ট ২০২৩ তারিখ সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা পাবলিক লাইব্রেরিতে উপজেলা প্রশাসন ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে সামাজিক সুরক্ষা বিষয়ে এক সংলাপ অনুষ্ঠিত হয়।
বারসিকের প্রোগ্রাম অফিসার গাজী আল ইমরান এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, বারসিক’র পরিবেশ প্রকল্পের জেলা সম্বয়কারী মো: মাসুম বিল্লাহ। এসময় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশনের মাধ্যমে বারসিক পরিবেশ প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন উপজেলা সমন্বয়কারী মননজয় মন্ডল।
উক্ত সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো: আক্তার হোসেন।এসময় বিশেষ অতিথি বক্তব্য রাখেন হিসেবে শ্যামনগর সহকারী কমিশনার ভুমি মো: আসাদুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, মো: আরিফুজ্জান, উপজেলা ভেটেনারী সার্জন ডা: সুব্রত কুমার বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা মো:নাজমুল হুদা। এছাড়াও উক্ত সংলাপে আরো উপস্থিত ছিলেন, বারসিক পরিবেশ প্রকল্পের ৪টি ইউনিয়নের সিএসওসদস্যবৃন্দ, দুর্যোগ স্বেচ্ছাসেবকগণ, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, বারসিক’র ভারপ্রাপ্ত আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, এ্যাডভোকেসী এ্যাসিসটেন্ট ফজলুল হক প্রমুখ।
সংলাপে স্থানীয় জনগোষ্ঠীর পক্ষ্যে মুন্সিগঞ্জ ইউনিয়নের শংকরী রানী, আনজুমান আরা, পদ্মপুকুর ইউনিয়নের সোনিয়া আক্তার, রিজিয়া পারভীন, দেবশ্রী রানী, বুড়িগোয়ালিনী ইউনিয়নের সেলিনা খাতুন, চন্দনা রানী ও কবিতা রানী সামাজিক নিরাপত্তা সেবা বিষয়ে আলোচনা ও সমস্যা তুলে ধরলে সংশ্লিষ্ট উপজেলা কর্মকতা বৃন্দ স্থানীয় মানুষকে প্রকৃত তথ্য সহকারে কোন প্রকার মাধ্যম ছাড়াই সরাসরি সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করার আহবান রাখেন।