প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা পৌরসভার স্থবিরতা উত্তরন ঘটিয়ে সকল কার্যক্রম পূনরায় সচল করা হয়েছে। বৃহস্পতিবার ভারপ্রাপ্ত মেয়র হিসেবে প্যানেল মেয়র-১ কাজী ফিরোজ হাসান এ দায়িত্বভার গ্রহণ করেন। গত ২ আগস্ট ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য নির্দেশ দেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ পউর-১ শাখার উপ-সচিব ফারজানা মান্নান। সে অনুযায়ী ২৪ আগস্ট পৌরসভার প্রধান নির্বাহী নাজিম উদ্দীন স্বাক্ষরিত এক অফিস আদেশে কাজী ফিরোজ হাসানকে দায়িত্ব হস্তান্তর করা হয়।
২৪ আগস্ট ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান দায়িত্ব গ্রহণ করায় পুনরায় সচল হয়েছে পৌরসভার সকল কার্যক্রম। তিনি দায়িত্ব গ্রহণ করেই পৌরসভার সড়ক বাতি চালু, স্লাপ্লাই পানি, ট্রেড লাইসেন্স, জন্ম নিবন্ধন, প্রত্যায়নপত্র নাগরিক সনদসহ পৌরসভার উন্নয়ন কার্যক্রম চালু করতে অনুমোদন দেন। চলতি আগস্ট মাসের ৩ তারিখের পর থেকে মেয়র তাজকিন আহমেদ চিশতি ২২ দিন পৌরসভায় না আসার কারনে কর্মচারীদের বেতন দেওয়া হচ্ছিল না। পৌরসভার সড়ক বাতি বন্ধ, স্লাপ্লাই পানি, ট্রেড লাইসেন্স, জন্ম নিবন্ধন, প্রত্যায়নপত্র নাগরিক সনদসহ পৌরসভার সেবা থেকে পৌরবাসী বঞ্চিত হচ্ছিল। বেতন না পেয়ে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা ২৩ আগস্ট ময়লার গাড়ী নিয়ে পৌরসভায় অবস্থান নিয়ে বিক্ষোভ করে। সকল সমস্যার অবসান ঘটিয়ে আজ থেকে সব কিছুই সচল করা হয়েছে।