কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটা উপজেলার পারুলিয়া গড়িয়াডাঙ্গা গ্রামের মৃত রওশন আলীর ছেলে জামাত আলী গাজী (৬০) একজন দিন মুজুর। তিনি গত ২০ আগস্ট ২৩ ইং তারিখ আনুমানিক বেলা আড়াইটার দিকে অন্যের মৎস্য ঘেরে দিন মজুরের কাজ শেষে প্রধান সড়ক থেকে তিন ফিট বাইরে মাটির রাস্তা দিয়ে পায়ে হেঁটে বাড়ি যাওয়ার সময় পারুলিয়া গাজী বাড়ী জামে মসজিদের সামনে পৌছালে সাতক্ষীরার দিক হতে কালিগঞ্জ উপজেলার কলিজোগা গ্ৰামের আব্দুল হাকিম (মেম্বর) এর ছেলে ফাইম বেপরোয়া ও দ্রুত গতিতে মটর সাইকেল চালানোর কারণে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে জামাত আলীকে সজোরে ধাক্কা দেয়।
এতে করে দিনমজুর জামাত আলীর ডান পায়ের উরু, হাঁটু, গোড়ালী, দুই হাতের কনুইয়ের নীচে ও নাক ভেঙ্গে যায় এবং কপাল ও মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। তখন দ্রুত স্থানীয়রা দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তার অবস্থা আশঙ্খা জনক হওয়ায় কর্তব্যরত ডাক্তারের পরামর্শে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। অসহায় জামাত আলীর শারীরিক অবস্থার খারাপ হওয়ায় চিকিৎসকের নিকট নিয়ে গেলে তাকে জরুরী অপরেশন করার কথা বলেন।
জামাত আলীর ছেলে মাছুম গাজী বলেন, আমার পারিবারিক অবস্থা খুবই খারাপ। আমার পিতার অবস্থাও খুব মারাত্মক। চিকিৎসকরা বলেছেন, দ্রুত উন্নত চিকিৎসা না করালে চিরদিনের জন্য পঙ্গুত্ববরণ করতে হতে পারে। গত কয়েকদিনে অসহায় পিতার চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছি। তার পিতার উন্নত চিকিৎসার জন্য বহু টাকার প্রয়োজন যেটা তার একার পক্ষে ব্যয় করা সম্ভব নয়। পিতার চিকিৎসার জন্য তিনি সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন। জামাত আলীর জন্য সাহায্য পাঠানোর ঠিকানা- বিকাশ- ০১৮২৪-৫৬৯২৬৮ অথবা- নং- ০১৭১৭-৩৩৭২৯৭