নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরায় জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ ব্যাংক খুলনার আয়োজনে সাতক্ষীরা সোনালী ব্যাংক পিএলসি ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ শাহ আলমের সভাপতিত্বে ওয়ার্কশপে প্রধান অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক খুলনার অতিরিক্ত পরিচালক মোঃ আমিনুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মোশারফ হোসেন মশু, সোনালী ব্যাংক পিএলসি সাতক্ষীরা শাখার এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোঃ মশিউর রহমান সহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তার।
বক্তব্য’রা বলেন, বাংলাদেশে কিছু চক্র বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম সহ বিভিন্ন মাধ্যম ব্যবহার করে জাল নোটের কারবার চালিয়ে আসছে। বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীরা বাজারে জাল টাকা ছাড়েন। বিভিন্ন জাল নোট ঘুরে বেড়ায় এক হাত থেকে অন্য হাতে। আসল নোট চেনার ব্যাপারে সতর্ক হতে বলেন।
আরো বলেন, ঈদ, পূজাসহ বড় বড় উৎসবে জাল টাকা প্রতারক চক্রদের তৎপরতা বেড়ে যায়। এ থেকে রেহাই পেতে ব্যাংক গ্রাহক ও সাধারণ মানুষকে জাল নোট চেনার উপায় হিসেবে টাকার ওপরে প্রধান নিরাপত্তা চিহ্ন তুলে ধরে তারা নানা পরামর্শ দেন।জাল টাকা চেনার পদ্ধতি, জাল টাকার কুফল ও প্রভাব সম্পর্কে জন সাধারণকে অবহতিকরণসহ সচেতনতামুলক আলোচনা করেন।