আসাদুজ্জামান ঃ সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে ৪০ কেজি হরিণের মাংস জব্দ করেছে বনবিভাগের সদস্যরা। রবিবাবর গভীর রাতে সুন্দরবনের কাঠেশ^র টহলফাড়ির আওতাধীন হাজির ভারানি নামক স্থান থেকে উক্ত হরিনের মাংস জব্দ করা হয়। তবে, এ সময় বনবিভাগের সদস্যরা কোন চোরাশিকারীকে আটক করতে সক্ষম হননি।
বনবিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন বুড়িগোয়ালিনী সহকারী রেঞ্জ কর্মকর্তা নূর আলমের নেতৃত্বে বনবিভাগের সদস্যরা সুন্দরবনের কাঠেশ^র টহলফাড়ির আওতাধীন হাজির ভারানি নামক স্থানে রবিবার গভীর রাতে অভিযান চালায়। এ সময় অভিযানের খবর টের পেয়ে সংঘবদ্ধ চোরা শিকারীরদল গহীন সুন্দরবনের ভিতরে পালিয়ে যায়। তবে, বনবিভাগের সদস্যরা চোরাশিকারীদের ব্যবহৃত নৌকায় তল্লাশি চালিয়ে ৪০ কেজি হরিণের মাংস, মাথা, চামড়া ও হরিণের পাসহ আনুসঙ্গিক বিভিন্ন মালামাল জব্দ করেন।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) কে.এম ইকবাল হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িত চোরা শিকারীদের চিহ্নিত করে তাদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। তিনি আরো জানান, জব্দকৃত হরিনের মাংস মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে।##