জাতীয়

বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি কিশোর নিহত

By Daily Satkhira

June 21, 2017

ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোশালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সোহেল রানা (১৬) ও হারুন অর রশিদ (১৫) নামে দুই বাংলাদেশি কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার (২০ জুন) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদুল কবির ও ৫৮ বিজিবি’র উপ-অধিনায়ক (অতিরিক্ত পরিচালক) জসিম উদ্দীন জানান, তারা বিষয়টি সম্পর্কে অবগত রয়েছেন। নিহত সোহেল রানা খোশালপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে ও বাকোশপোতা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং হারুন অর রশিদ শ্যামকুড় গ্রামের কাউসার আলীর ছেলে ও শ্যামকুড় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১১টার দিকে খোশালপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে সোহেল ও হারুন। টের পেয়ে বিএসএফ তাদের ধাওয়া দেয়। এসময় বিএসএফ ওই দুই কিশোরকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে তারা আহত হয়। মহেশপুর থানার ওসি আহমেদুল কবির বলেন, ‘খোশালপুর সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি কিশোরের নিহত হওয়ার খবর শুনেছি। তবে বিজিবির পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।’ ৫৮ বিজিবি’র উপ-অধিনায়ক জসিম উদ্দীন বলেন, বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হওয়ার কথা শুনেছি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।’