আবু ছালেক: শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের ব্যাংদহা বাজারে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে আমের চারা বিতরণ করা হয়েছে।
গাছের চারা বিতরণ কর্মসূচির শুভসুচনা করেন ও প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে আমের চারা বিতরন করেন স্মার্ট ইউনিয়ন ফিংড়ী ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড মেম্বর সাংবাদিক মোঃ আবু ছালেক।
এসময় উপস্থিত ছিলেন ডাক্তার অসীম কুমার বিশ্বাস,সাতক্ষীরা বন্ধুসভার সভাপতি কর্ণ বিশ্বাস কেডি, প্রচার সম্পাদক তারিক ইসলাম,সদস্য তামিম বিল্লাহ, পি কে দাস,আবু তাহির,তায়েব হাসান, ও মোহাম্মদ পারভেজ। আমের চারা বিতরন কালে অতিথিরা বলেন গ্রামে গ্রামে গিয়ে আম গাছের চারা বিতরণ করছে বন্ধুসভার বন্ধুরা। তবে এই চারা নিতে হলে একেবারে ফ্রী নিব না, টাকা নয়, দিতে হচ্ছে পরিত্যক্ত প্লাস্টিক!পরিবেশের ভারসাম্য রক্ষায় প্লাস্টিকের ব্যবহার কমানো ও বৃক্ষরোপণে সচেতনতা বাড়াতে সাতক্ষীরা প্রথম আলো বন্ধুসভার এই ব্যতিক্রমী উদ্যোগ ।
প্লাস্টিকমুক্ত পৃথিবী চাই, গাছ লাগাই, গাছ বাঁচাই ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করে প্রথম আলো বন্ধুসভা । বিভিন্ন গ্রামে নানা জাতের আম গাছ রোপন ও বিতরণ করছে প্রথম আলো বন্ধু সভার বন্ধুরা। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে এই পৃথিবীকে রক্ষার প্রতিশ্রুতির অংশ হিসেবে প্রতি বছর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ও গাছের চারা উপহার দিয়ে আসছে বন্ধুসভার বন্ধুরা।
এবছর সাতক্ষীরা বন্ধুসভার বন্ধুদের উদ্যোগে ২৫০ আম গাছ ও ১০০০ তাল বীজ লাগানোর লক্ষমাত্রা নির্ধারণ করেছে। সেই লক্ষমাত্রার অংশ হিসেবে ফিংড়ীর গাভা ও জোড়দিয়াই ২৫ টি পরিবারের মধ্যে প্রতিটি বাড়িতে একটি করে “পরিতাক্ত প্লাস্টিকের বিনিময়ে একটি আম গাছ” শিরোনামে গাছের পাঠশালা এর সহযোগিতায় এই বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়। বন্ধুসভার বন্ধুরা জানান তাঁদের এই কর্মসূচি অনুযায়ি সবাইকে গাছ লাগাতে উৎসাহী করবে। যেখানে-সেখানে কেউ আর প্লাস্টিক ফেলে রাখবে না বলে আশা করেন প্রথম আলো বন্ধু সভার সকল বন্ধুরা। এতে একদিকে যেমন পরিবেশদূষণ কমবে, অন্যদিকে বৃক্ষরোপণের পরিমাণও বাড়বে।
প্লাস্টিকের বিনিময়ে গাছ দেওয়া অনুষ্ঠানটি করতে পারায় প্রথম আলো বন্ধু সভার সকল বন্ধুরা অনেক আনন্দিত ও খুশি, সাথে সাথে প্রথম আলো বন্ধু সভার সকল বন্ধুরা তাদের মহৎ উদ্যোগটি আরো এগিয়ে যাক এটাই কামনা সহ সকলের সহযোগিতা কামনা করেন।