সাতক্ষীরা

সার ও বীজ আগে কৃষকরা খুঁজতো, আর এখন সার ও বীজ কৃষককে খোজে — এমপি রবি

By daily satkhira

September 20, 2016

নিজস্ব প্রতিবেদক :‘ কৃষিই সমৃদ্ধি’ রাবি/২০১৬-১৭ এর পরবর্তী খরিপ-১ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের গম, ভূট্রা, সরিষা, গ্রীস্মকালিন তিল ও গ্রীস্মকালিন মুগ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা সহায়তা কর্মসুচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলা মিলনায়তনে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরা উপ-পরিচালক কৃষিবিদ আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকার কৃষি বান্ধব সরকার। সার ও বীজ আগে কৃষক খুঁজতো আর এখন সার ও বীজ কৃষককে খোজে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর কৃষি ও কৃষকের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মনিরা পারভীন, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা কৃষি অফিসার মো. আমজাদ হোসেন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা জি.এম.এ গফুর,বল্লী ইউপি চেয়ারম্যান মো. বজলুর রহমান, ফিংড়ী ইউপি চেয়ারম্যান মো. সামছুর রহমানসহ কৃষি কর্মকর্তা ও কৃষকরা উপস্থিত ছিলেন। সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ৩শ’ ৬০ গম চাষি, ১শ’ ২০ জন ভূট্রা চাষি, ৯শ’ জন সরিষা চাষি, ১শ’ ৫০ জন গ্রীস্মকালীন তিল চাষি ও ১শ’ ৫০ জন মুগ চাষির মাঝে বীজ ও সার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উপ সহকারি কৃষি অফিসার অমল ব্যানার্জী।