সাতক্ষীরা

সাতক্ষীরায় ওয়াস এসডিজি প্রকল্পের হস্তান্তর বিষয়ক সভা

By daily satkhira

September 20, 2023

আসাদুজ্জামান ঃ সাতক্ষীরায় ওয়াস এসডিজি প্রকল্পের হস্তান্তর বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা ম্যানগ্রোভ সভাঘরে উক্ত সভাটি অনুষ্ঠিত হয়।

এ প্রকল্পের মাধ্যমে সাতক্ষীরা পৌরসভায় প্রান্তিক ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী বিশুদ্ধ পানি, উন্নত টয়লেট এবং পরিচ্ছন্ন জীবন যাপনে উদ্বুদ্ধ হয়েছে। ফলে পানি বাহিত রোগে আক্রান্তের সংখ্যাও কমেছে বলে দাবী করেন সাতক্ষীরা পৌরসভার জন প্রতিনিধিরা।

হোপ ফর দ্যা পুওরেষ্ট (এইচপি), প্র্যাকটিক্যাল এ্যাকশন ও উত্তরণ নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে ওয়াস এসডিজি প্রোগ্রাম বাংলাদেশ ইমপ্লিমেন্টেশন ফেইজ-২’ বিষয়ক প্রকল্পটি জুলাই ২০১৮ হতে শুরু হয় এবং আগামী মার্চ ২০২৪ সালে শেষ হবে। প্রকল্পের মাধ্যমে পানি, স্যানিটেশন ও হাইজিন বিষয়ক উদ্যোক্তা উন্নয়নসহ কমিউনিটির চাহিদাবৃদ্ধি ও সহায়ক পরিবেশ তৈরি করা হয়েছে। এই ফলাফল বহমান রাখার জন্য স্থানীয় সরকার, সমবায় অফিস, স্বাস্থ্য বিভাগ, ব্যবসায়ী সমিতিসহ সকলসংশ্লিষ্ট দপ্তরের অগ্রণীভূমিকা পালন করতে হবে বলে জানা বক্তারা। সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র শেখ আনোয়ার হোসেন মিলনের সভাপতিত্বে হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি) এর পক্ষে উপস্থিত থেকে বিস্তরিত ফলাফল উপস্থাপন করেন, সংস্থাটির নির্বাহী পরিচালক মোঃ মাহিউল কাদির। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পৌরসভার মহিলা কাউন্সিলর নূরজাহান বেগম, অনিমা রানী মন্ডল, কাউন্সিলর শফিক উদ দ্দৌলা সাগর, শেখ মারুফ আহমেদ, জাহাঙ্গীর হোসেন কালু, আইনুল ইসলাম নান্টা, পৌর নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলি, সমাজ উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান, প্রকল্প ব্যবস্থাপক ওয়াহিদুর রহমান, মৃনাল কুমার সরকার, নন্দিতা রানী দত্ত, রোকসানা পারভীন, প্র্যাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশ প্রতিনিধি আমিনুল ইসলাম সোহান, উত্তরণ প্রতিনিধি এসকে রুসাইদ উল্ল্যাহ প্রমুখ। ##