আসাদুজ্জামান : সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের মাটিয়াডাঙ্গা এলাকার একটি মৎস্য ঘের থেকে ইব্রাহিম খলিল(৪০) নামের এক মাদ্রাসা শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে তার লাশ ঘেরের মধ্যে পড়ে থাকতে দেখে ঘের কর্মচারীরা স্থানীয়দের খবর দেয়। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। নিহত মাদ্রাসা শিক্ষক ইব্রাহিম খলিল মাটিয়াডাঙ্গা গ্রামের মৃত জামাল উদ্দীন সরদারের ছেলে এবং ব্রহ্মরাজপুর এনবিবিকে আল-মদিনা দাখিল মাদ্রাসার গণিত বিষয়ের শিক্ষক। স্থানীয় ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সৈয়দ আলী এ ঘটনা সত্যতা নিশ্চত করে জানান, ইব্রাহিম খলিল বুধবার সেহেরির পর নিজ ঘেরে মাছের (আটন) ঝাড়তে যায়। সেখানেই রহস্যজনক কারণে তার মৃত্যু হয়। তিনি জানান, নিহতের রহস্য উদ্ধারে পুলিশ তদন্ত চালাচ্ছে। তিনি আরও জানান, নিহত ইব্রাহিম খলিলের ফারজানা খাতুন ও ফাতেমা খাতুন নামে দুটি স্ত্রী আছে। এই দুই স্ত্রী নিয়ে তিনি সংসার জীবনে অশান্তিতে ছিলেন। তার প্রথম স্ত্রী গর্ভে যুথি ও জেবা নামে দুই কন্যা সন্তান রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।