নিজস্ব প্রতিনিধি : স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিদেশী প্রভুদের হাতে পায়ে ধরে ক্ষমতায় আসা যাবে না। স্বাধীনতা যুদ্ধের সময়ও অনেক বিদেশীরা বিরোধীতা করেছিল। কিন্তু স্বাধীনতা আটকাতে পারেনি। আমরা সন্ত্রাস দেখেছি, খুনোখুনি দেখেছি, রক্তপাত দেখেছি। সুতরাং হুমকি দিয়ে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিকে কেউ বাধাগ্রস্ত করতে পারবেনা।
তিনি শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকালে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা হাইস্কুল মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আওয়ামী লীগ এদেশের মানুষের ম্যান্ডেটের উপর বিশ্বাস করে। আওয়ামী লীগ সন্ত্রাস জঙ্গিবাদে বিশ্বাস করে না। যারা জ্বালাও-পোড়াও করে গোটা বাংলাদেশকে ঝলসে দিয়েছিল তারা আজ চিহ্নিত। তাদের বিচার হবেই। দেশের শান্তিকামী মানুষ তাদের চিহ্নিত করেছে। আওয়ামী লীগ অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসী।
তিনি আরো বলেন, ২০১৩-১৪ সালে যখন সাতক্ষীরায় এসেছিলাম তখন এই সাতক্ষীরার রূপ ছিল ভয়ংকর। এক রক্তাক্ত সাতক্ষীরা দেখেছিলাম সেদিন। আওয়ামী লীগের ১৮ জন নেতাকর্মীকে নির্মমভাবে কুপিয়ে টুকরো টুকরো করে হত্যা করেছিল বিএনপি জামাতের সন্ত্রাসীরা। আজ সাতক্ষীরা এসে দেখছি আরেক রূপ। সাতক্ষীরার মানুষ শান্তিকামী। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে আপনারা সাতক্ষীরাকে যে রূপে দেখতে চেয়েছিলেন তিনি সাতক্ষীরাকে সেভাবেই সাজিয়ে উপহার দিয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বাংলাদেশ আজ উঠে দাঁড়িয়েছে। বঙ্গবন্ধু বলতেন, আর আমাদের দাবায়ে রাখতে পারবা না।’ ঠিক তেমনি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অগ্রগতিকে কেউ দাবায় রাখতে পারবে না। পৃথিবীর অনেক দেশ আজ অবাক চোখে বাংলাদেশের দিকে তাকিয়ে। বাংলাদেশ আজ বিশ্বের উন্নয়নের রোল মডেল। ডিজিটাল বাংলাদেশের সুফল আজ দেশবাসী ভোগ করছেন। নারীর ক্ষমতায়নে শেখ হাসিনা বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছেন। সর্বক্ষেত্রে নারীরা আজ এগিয়ে যাচ্ছে। সারাদেশে ৫৬০ টি মডেল মসজিদ নির্মাণ করে সমগ্র বিশ্বে তাক লাগিয়ে দিয়েছেন শেখ হাসিনা। এসব মসজিদে শুধু নামাজই পড়া হবে না, রিসার্চ করা হবে পবিত্র ইসলাম ধর্ম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরবি বিশ্ববিদ্যালয় স্থাপন করছেন। বিনা পয়সায় ঔষধ দিচ্ছেন, সবার জন্য খাদ্য সবার জন্য নিরাপদ বাসস্থান, সবার জন্য চিকিৎসা, সবার জন্য শিক্ষা নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধু কন্যা কাজ করছেন।
শনিবার (২৩ সেপ্টেম্বর) নলতা এমআর কলেজ মাঠে নলতা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজিত এ সভায় নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিসুজ্জামান খোকনের সভাপতিত্বে কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোটোর সঞ্চলনায় সম্মানিত অতিথি ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার আ ফ ম রুহুল হক-এমপি, সাতক্ষীরা সদর এমপি মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার, বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সাবেক এমপি ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান, ডাক্তার মোখলেসুর রহমান, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি একে ফজলুল হক, সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান বাবু, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক লায়লা পরভীন সেঁজুতি প্রমূখ।
জনসভায় দেবহাটা, কালিগঞ্জ, আশাশুনি, সাতক্ষীরা সদর, তালা, কলারোয়া ও শ্যামনগর উপজেলা থেকে হাজারো মানুষ স্লোগানে স্লোগানে মুখরিত করে মিছিল নিয়ে হাজির হয়। লাখো জনতার ঢল নামে জনসভায়।এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি শনিবার (২৩ সেপ্টেম্বর) ১২ টায় ১৫ মিনিটে ঢাকা তেজগাঁও থেকে হেলিকপ্টার যোগে সাতক্ষীরা স্টেডিয়ামে পৌঁছান। সেখান থেকে সাতক্ষীরা পুলিশ লাইনে নব নির্মিত ইনডোর প্লেগ্রাউন্ড উদ্বোধন করেন।##