শ্যামনগর

সাতক্ষীরার উপকূলীয় এলাকার নদীভাঙ্গন রোধে বনায়ন কার্যক্রম শুরু

By daily satkhira

September 26, 2023

শ্যামনগর প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বঙ্গোপ সাগরের নিকট ও সুন্দর বনের কোলঘেসে অবস্থিত হওয়ায় এ উপজেলায় খোলপেটুয়া, কপোতক্ষ, চুনা নদীসহ ছোট বড় অনেক নদী আছে। এ সব নদীর যে সব জায়গায় গাছ লাগিয়ে বনায়ন করা আছে সে সব জায়গায় নদী ভাঙ্গন কম দেখা যায়। আর যে সব জায়গায় বনায়ন করা নেই সে সব স্থানে প্রকৃতিক দূর্য়োগে প্রতি বছর নদীর ভেড়িবাধ ভেঙ্গে মানুষের অনেক ক্ষতি হয়। তলিয়ে যায় বাড়ি-ঘর, ফসলী জমি ও মাছের ঘের। প্রকৃতিক দূর্য়োগে প্রতি বছর নদীর ভেড়িবাধ ভেঙ্গে মানুষের ক্ষতি এড়াতে স্ইুডিশ ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট এজেন্সি এর অর্থায়নে সিএনআরএস বিফোরআরএল প্রকল্পের মাধ্যমে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নাধীন কলবাড়ী বাজার থেকে আশ্রয়ন প্রকল্প পর্যন্ত চুনা নদীর চরে প্রায় ২ হেক্টর জায়গায় ম্যানগ্রোভ বনায়ন কার্যক্রম শুরু করেছে।

বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ী বাজার চুনা নদীর তীরে ম্যানগ্রোভ বনায়ন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, শ্যামনগর মোঃ আক্তার হোসাইন।

এ সময় বুড়িগোয়ালিনী ইউনিয়না পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আঃ রউফ সিএনআরএস এর প্রতিনিধি- ফিল্ড ম্যানেজার মোঃ এনামুল করিম, প্রজেক্ট ম্যানেজার (জিসিএ) স্বরন কুমার চৌহান, সাইট অফিসার (প্রতিবেশ) মোঃ শহীদুল ইসলাম, ফিল্ড অফিসার তৌহিদ হাসান ও প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।