প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা পৌর যুবলীগের প্যাড ব্যবহার করে অবৈধভাবে পৌর ৬নং ওয়ার্ড কমিটি ঘোষণায় উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রীয় ও সাতক্ষীরা জেলা যুবলীগ নেতৃবৃন্দের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শুক্রবার সাতক্ষীরা পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক এস এম ইউসুফ সুলতান মিলন, শরিফুল ইসলাম শরিফ, মো: জাকির হোসেনসহ যুগ্ম আহবায়কবৃন্দ এ অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, সাতক্ষীরা জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান ভাইয়ের স্বাক্ষরে সাতক্ষীরা পৌর যুবলীগের আহ্বায়ক কমিটি দেয়া হয়। গত ১৬জানুয়ারি ২০১৯তারিখে আহ্বায়ক কমিটিতে মনোয়ার হোসেন অনু কে আহবায়ক ও এস এম ইউসুফ সুলতান মিলনসহ ৭ জনকে যুগ্ন আহবায়ক করা হয়। বর্তমানে সেই আহ্বায়ক কমিটি বহাল আছে। অথচ অবৈধভাবে ২ অক্টোবর-২৩ তারিখে সাতক্ষীরা পৌর ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক কমিটি দেয়া হয়েছে। পৌর যুবলীগের প্যাডে সভাপতি/সাধারণ সম্পাদকের অনুমোদনের স্বাক্ষর দেয়া হয়েছে। অথচ পৌর যুবলীগের পূর্ণাঙ্গ কোন কমিটি নাই। বর্তমানে আহ্বায়ক কমিটি আছে তাহলে পৌর যুবলীগের সভাপতি বা সাধারণ সম্পাদক কিভাবে হয়। সাতক্ষীরা পৌর যুবলীগের সাধারণ সম্পাদকের নাম ভাঙিয়ে কমিটিতে স্বাক্ষর করেছে তুহিনুর রহমান তুহিন। সে বর্তমানে সাতক্ষীরা জেলা ও পৌর যুবলীগের কোন পদ পদবীতে নাই। তারপরও বিভিন্ন জায়গায় সাতক্ষীরা পৌর যুবলীগের সাধারণ সম্পাদকের নাম ভাঙিয়ে স্বার্থ হাসিল করে যাচ্ছেন। ওই কমিটির যুগ্ম আহবায়কবৃন্দ উক্ত অবৈধ কার্যক্রমের তীব্র নিন্দা জানিয়েছেন এবং জেলা যুবলীগের আহবায়ক কমিটির নেতৃবৃন্দ দৃষ্টি আকর্ষন করেছেন। প্রেস বিজ্ঞপ্তি