কলারোয়া

কলারোয়ার হেলাতলা টেকনিক্যাল কলেজের চারতলা ভবনের ভিত্তিপ্রস্থর উদ্বোধন

By daily satkhira

October 10, 2023

কলারোয়া প্রতিনিধি:

দেড় কোটি টাকা ব্যয়ে সাতক্ষীরা কলারোয়ার হেলাতলা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট স্কুল ও কলেজের বহুতল বিশিষ্ট চারতলা ভবনের প্রথম তলার ভিত্তিপ্রস্থর উদ্বোধন করেছেন প্রধান অতিথি তালা কলারোয়া সাতক্ষীরা – ১ আসনের সংসদ সদস্য এডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ।

মঙ্গলবার ( ১০ অক্টোবর ) দুপুরে কলেজের অধ্যক্ষ কবীর উদ্দিন বিশ্বাসের সার্বিক তত্ত্বাবধায়নে কলেজের বাংলা শিক্ষক খালিদ হোসেন কলেজের ভিত্তি প্রস্তর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু , সাতক্ষীরা জেলা সহকারী প্রকৌশলী আবু জায়েদ , কেরেলকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সম মোর্শেদ আলী ভিপি, হেলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন , যুগীখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল হাসান প্রমুখ। এ সময় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলার হেলাতলা ইউনিয়নে হেলাতলা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট স্কুল ও কলেজটি ২০০৪ সালে প্রতিষ্ঠা করেছিলেন কলারোয়া পৌরসদরের বাসিন্দা প্রায়ত কাজী আব্দুল ওহাব। আজ তার স্ত্রী ফরিদা খাতুনকে অনুষ্ঠানে শুভেচ্ছা ও সম্মাননা জানান কলেজ কর্তৃপক্ষ ও অতিথিরা। কম্পিউটার অপারেশন ও মানবসম্পদ উন্নয়ন এ দুইটি ট্রেডে বর্তমান দুই শতাধিক শিক্ষার্থী পাঠদান করছে টেকনিক্যাল কলেজটিতে। দীর্ঘদিন যাবত যে শ্রেণীকক্ষ সংকটে ব্যাপক সমস্যার ভিতরে ছিল কলেজ কর্তৃপক্ষ সহ শিক্ষার্থীরা তার অতি দ্রুতই সমাধান হবে এমনটাই জানিয়েছেন অতিথিরা।