কালিগঞ্জ

কালিগঞ্জে শিক্ষকের অপসরণ চেয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

By daily satkhira

October 10, 2023

কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জের কৃষান মজদুর ইউনাইটেড ইন্সটিটিউট মাধ্যমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল ১০টায় বিদ্যালয়ের মাঠে ঘন্টাব্যাপি এই মানববন্ধন করা হয়। বিক্ষোভ ও আন্দোলন চলাকালিন সময় শিক্ষার্থীদের বাঁধা দিতে এসে তোপের মুখে পড়েন সাবেক প্রতিনিধি।

এসময় শিক্ষকের অপসারণ ও বহিরাগতদের হুমকীর বিচার চেয়ে কর্মসূচি অব্যহত রাখতে পাল্টা হুমকী দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। সরেজমিন সূত্রে জানা গেছে, পূর্বঘোষনা অনুযায়ি কৃষানমজদুর ইউনাইটেট ইন্সটিটিউটের শত শত শিক্ষার্থীরা বেলেডাঙ্গা বাজারের প্রধান প্রধান সড়কে একাধিক বার বিক্ষোভ প্রদর্শন করে ছাত্র ছাত্রীরা। পরবর্তীতে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজিম বাহারের অপসারণ, লেখাপড়ার মানউন্নয়ন, নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন এবং দ্রæত সময়ে শুন্য পদে শিক্ষক নিয়োগের দাবী জানিয়ে সমাবেশে বক্তব্য রাখেন দশম শ্রেণির শিক্ষার্থী নাঈম হোসেন, মারুফ হোসেন, তাসকিন হোসেন, অষ্টম শ্রেণির শিক্ষার্থী তালেব রহমান,

নবম শ্রেণির শিক্ষার্থী মারুফা পারভীন, সানজিদা পারভীন, তাসমিন পারভীন। এসময়ে বিক্ষোভকারী শিক্ষার্থীদের নিবৃত করতে সাবেক মেম্বর আব্দুর রহমান মোল্লা, ফজের আলী গাজী, তপন মন্ডল ও যুবলীগ নেতা কাহারুলসহ কয়েকজন বাঁধা প্রদান করেন। একপর্যায়ে সাবেক মেম্বর তপন কুমার মন্ডল মানববন্ধনের ব্যানার কেড়ে নিয়ে শিক্ষার্থীদের নানা ধরণের ভয়ভীতি দেখান। সব মিলে ঐ এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং আতঙ্কের মধ্যে রয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। খোজ নিয়ে জানা যায়, ১৯৭৩ সালে এলাকার কিছু শিক্ষানুরাগী ব্যাক্তিরা বেলেডাঙ্গা বাজারের পাশেই বিদ্যালয়টি স্থাপিত করেন। সেই থেকে বিদ্যালয়ের নতুন ভবন,

শিক্ষার পরিবেশ এবং অবকাঠামোর উন্নয়ন হলেও দিনের পর দিন অবনতি হচ্ছে লেখা পড়ার। সাবেক মেম্বর আব্দুর রহমান ও ফজের আলী গাজী বলেন, স্কুলের দুই তিন জন শিক্ষক মিলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে এসব করাচ্ছে। মূলত হাবিবুর মাষ্টার, দেবদাশ ও প্রশান্ত মাষ্টার নিজেদের স্বার্থে শিক্ষার্থীদের মাঠে নামিয়েছে। আমরা চাই স্কুলের শিক্ষার পরিবেশ ফিরে আসুক। এলাকার ছেলে মেয়েরা লেখাপড়া শিখে মানুষের মত মানুষ হোক। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজিম বাহার বলেন, আমার বিরুদ্ধে কতিপয় শিক্ষক ষড়যন্ত্র করছে এবং তাদের কাছে যারা প্রাইভেট পড়ে তাদের দিয়ে মানববন্ধন সহ বিভিন্ন ধরণের কর্মকান্ড করাচ্ছে।