সাতক্ষীরা

জলবদ্ধতা নিরশনের দাবিসহ দুনীতি ও অনিয়মের বিরুদ্ধে পথসভা

By daily satkhira

October 12, 2023

সাতক্ষীরা মেডিকেলের পরিচালক শীতল চৌধুরির অপসারন ও রাফসান গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ জলবদ্ধতা নিরশনের দাবিতে পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের সামনে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন, জেলা ভূমিহীন সমিতির সভাপতি মো: কওছার আলী। বক্তব্য রাখেন, জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি কমরেড আদিত্য মল্লিক, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহ-সভাপতি সাবেক সিবি নেতা শওকত আলী, জেলা ন্যাপের সভাপতি হায়দার আলী, আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন, জেলা ভুমিহীন সমিতির সাংগঠনিক সম্পাদক জি এম রেজাউল করিম, প্রচার সম্পাদক শেখ রিয়াজুল ইসলাম, শেখ হাফিজুর রহমান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ ।

বক্তারা বলেন, বেতনা মরিচ্চাপ নদী খনন অনিয়ম বন্ধ নদীর দুই পাশের্^ দখল জমি উদ্ধার বেতনা নদীর বুকে রাফসান গ্রুপের ভবন নির্মান অব্যাহত রেখেছে। অথচ উক্ত রাফসানের অবৈধ দখলের বিরুদ্ধে একাধিকবার বিভিন্ন দপ্তরে অভিযোগ করা হলেও তার কাজ বন্ধ নেই। কার প্রভাবে নিয়ে এ অবৈধ দখল কার্যক্রম করে যাচ্ছেন সেটি সাতক্ষীরাবাসী জানতে চায়। তার খুটির জোর কোথায়? বক্তারা আরো বলেন , জননেত্রী শেখ সারাদেশ সহ সাতক্ষীরায় উন্নয়নের চিত্র পাল্টে দিচ্ছে। তাই অবিলম্বে সাতক্ষীরার সুন্দরবন টেস্ট্রারমিল চালুসহ ট্রেন, বিশ্ববিদ্যালয় করণের জন্য প্রধানমন্ত্রীর দাবি জানান।

বক্তারা আরো বলেন, সাতক্ষীরা মেডিকেলের পরিচালক ডা: শীতল চৌধুরীকে অপস স্বাস্থ্যসেবা নষ্ট করে লুটপাটে ব্যস্ত রয়েছে। কর্মচারীদের বেতন ছাড়াতেও টাকা দিতে হয় শীতল চৌধুরীকে। প্রত্যান্ত অঞ্চলের মানুষ সেবা নিতে আসে মেডিকেলে। সেখানে একটি সাইকেল রাখতে দিতে হয় ১০ টাকা একটি ভ্যান রাখতে ২৫ টাকা এবং মোটর সাইকেল ২০ টাকা। সারা বাংলাদেশের কোথাও এমনটি নেই। কিন্তু সাতক্ষীরার একজন জনপ্রতিনিধির ছত্রছায়ায় চলছে লুটপাট। মেডিকেলের রোগীদের খাবার নিয়েও রয়েছে নানা অভিযোগ। খাবারের গুনগত মান নিয়ে রয়েছে নানা প্রশ্ন। খাদ্যের সিডিউল অনুযায়ী খাদ্য সরবরাহ না করে যে খাদ্য সরবরাহ করা হচ্ছে তাতে রোগীরা অসুস্থ্য হয়ে পড়ছেন। খাদ্যের ঠিকাদার তালার নজরুল গোপনে ডা: শীতল চৌধুরির সাথে যোগসাজস করে লুটপাটে জড়িত রয়েছে। শুধু সাতক্ষীরা মেডিকেলে নয় সদর হাসপাতাল এবং তালা হাসপাতালেও খাদ্যে ব্যাপক অনিয়ম রয়েছে। দীর্ঘদিন ধরে এসব বিষয়ে আন্দোলন করা হলেও অজানা কারনে তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। আমরা অবিলম্বে এসব অনিয়মের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি