অসমতার বিরুদ্ধে লড়াই করি দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি প্রতিপাদ্যে শ্যামনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে শ্যামনগর উপজেলা প্রশাসনের সাথে একযোগে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করছে উন্নয়ন সংন্থা ফ্রেন্ডশিপ। কর্মসূচির মধ্য হতে র্যালি, আলোচনাসভা এবং গ্রাম পর্যায়ে মাঠ মহড়া। সকল শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণের মাধ্যমে দিবসটি উৎযাপন করা হয়।
ফ্রেন্ডশিপ এর আয়োজনে সিআইডি আর আর-কোস্টাল প্রকল্পের মাধ্যমে শুক্রবার সকালে পদ্মপুকুর ইউনিনের পশ্চিম পাতাখালী গ্রামে একটি মাঠ মহড়ার আয়োজন করা হয়। উক্ত মাঠ মহড়া মো: ফারুক হেসেন সিপিপি ইউনিয়ন টিম লিডার, মোঃ আরাফাত হেসেন সিপিপি ইউনিয়ন টিম লিডার উপস্থিত থেকে পরিচালনা করেন। পাতাখালী গ্রামের সর্বস্তরের আপামোর জনগেষ্ঠীর অংশগহনে এবং ফ্রেন্ডশিপ কর্তৃক বাস্তবায়িত সাইক্লোন রেজিলিয়েন্স হাউজে দুর্যোগ পূর্বে, দুর্যোগচলাকালীন এবং দুর্যোগ পরবর্তী সময়ে কিভাবে মানুষ নিজেদের জান ও মালামাল এবং পরিবেশরক্ষা করবে এবং তার জন্য কি ধরনের পুর্ব প্রস্তুতি নিবে তার স¦চিত্র প্রতি ছবি অভিনয়ের মাধ্যমে মাঠ মহড়ায় ফুটিয়ে তোলা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য তপন কুমার মন্ডল, ফ্রেন্ডশিপএরপক্ষ থেকে মো: মিজানুর রহমান রিজিওনাল ম্যানেজার, মো: জসীমউদ্দীন -প্রকল্প অফিসার, রবিন চন্দ্র দাস- প্রকল্পইনচার্জ, মো: জামিল খান প্রকল্প কর্মকর্তা, মো: আবদুল্লাহ আল- মামুন সিনিয়র ফ্যাসিলিটেটর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি