মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় শিশুবান্ধব স্থানীয় সুশাসন প্রতিষ্ঠায় স্থানীয় সরকার প্রতিনিধি ও সেবা প্রদানকারীগণের সাথে তাদের দায়িত্ব-কর্তব্য, শিশু অধিকার, শিশু বান্ধব বাজেট এবং সেবা মনিটরিং শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জুন) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা পরিষদ অডিটোরিয়ামে বেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে ও সেভ দ্য চিলড্রেন’র সহযোগিতায় এ প্রশিক্ষণ কর্মশালায় বেকিং দ্য সাইলেন্স’র সাতক্ষীরা অফিস ইনচার্জ মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ.এন.এম মঈনুল ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজল প্রমুখ। আলোচনা সভায় বক্তার বলেন, শিশু বাজেট বাস্তবায়নে এবং ইউনিয়ন পর্যায়ে বাজেটে শিশুদের অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে। ইউনিয়ন পরিষদ থেকে শিশুদের সহায়তা প্রদানের জন্য আলাদা বাজেট রাখতে হবে। প্রতি তিন মাস পর পর শিশুদের জন্য বরাদ্দকৃত বাজেটের টাকা কিভাবে খরচ করবে এ বিষয়ে শিশুদের মতামত নিতে হবে। এসময় জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বলেন, ‘ইউনিয়ন পরিষদ বা উপজেলা পরিষদের মতো আগামী দিনে জেলা পরিষদে শিশুদের জন্য আলাদা বাজেট রাখা হবে। সব শিশুর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে পর্যাপ্ত বাজেট বরাদ্দ করতে হবে। প্রাথমিক বিদ্যালয়গুলো টয়লেট ব্যবস্থা উন্নতকরণ, সুপেয় পানিসহ শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়া শিশু অধিকার আইনের যথাযথ প্রয়োগ ও শিশুশ্রম বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, পৌর কাউন্সিলর ফারহা দিবা থান সাথী, অনিমা রাণী ম-ল, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, ইউপি চেয়ারম্যান ঈসরাইল গাজী প্রমুখ। এসময় বিভিন্ন ইউপি চেয়ারম্যান, সচিব, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।