সাতক্ষীরা

বিনেরপোতায় রাফসান গ্রুপ কর্তৃক দখলকৃত খাস জমি উদ্ধারের দাবিতে পথসভা

By daily satkhira

October 15, 2023

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার রাফসান গ্রুপ কর্তৃক দখলকৃত খাস জমি উদ্ধারের দাবিতে পথসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০ টায় বিনেরপোতা খুলনা সড়কের রহমান কলেজের সামনে লাবসা ইউনিয়ন ভুমিহীন সমিতির সভাপতি শেখ রিয়াজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন, স্বদেশ নির্বাহী পরিচালক মাদব দত্ত, জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য মল্লিক, জেলা ভুমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সহ সভাপতি শেখ শওকত আলী, সাংবাদিক ফারুক হোসেন, লাবসা ইউপি মেম্বার হামিদা জামান মিতু ভুমিহীন নেতা ইউসুফ আলী সরদার, শেখ রেজাউল করিম রেজা প্রমূখ।

জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চলনায় বক্তারা বলেন, বিনেরপোতা বেতনানদী খননের নামে এবং ভুমিহীনদের পুনঃ বাসনের নামে নদীর পাশ্ববর্তী এলাকার খাস জায়গায় বসতী ভুমিহীন পরিবারদের উচ্ছেদ করা হয়। কিন্তু তাদের পুনঃ বাসন করা হয়নি।

তবে ভোমরা স্থলবন্দর রাফসান ট্রের্ডাস নামে মালিক আবু হাসান কর্তৃক সংশ্লিষ্টদের যোগসাজে ওই ভুমিহীনদের উচ্ছেদকৃত জায়গাটি দখল করে একটি বেসরকারি প্রতিষ্ঠান করার বহুতল ভবন নির্মাণ করছেন। বক্তারা বলেন, ইতোমধ্যে ওই খাস জায়গা উদ্ধারের জন্য সরকারি বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করা হয়। তবে দুঃখের বিষয় জেলা প্রশাসন আজও পর্যন্ত এব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি। বিনেরপোতা বেতনানদী পাশ্ববর্তী এলাকায় রাফসান গ্রুপ কর্তৃক কাছ থেকে দখলকৃত খাস জমি উদ্ধারপূর্বক দখলকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে দাবি জানান বক্তারা।