জাতীয়

লাইসেন্সবিহীন মোটরসাইকেল ধরা পড়লেই বাজেয়াপ্ত

By Daily Satkhira

June 21, 2017

এখন থেকে দেশের কোথাও লাইসেন্সবিহীন মোটরসাইকেল আর চলতে দেওয়া হবে না। লাইসেন্সবিহীন মোটরসাইকেল ধরা পড়লেই তা বাজেয়াপ্ত করা হবে। কোনও কিছুর বিনিময়েই তা আর মালিককে ফেরত দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থেই এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (২১ জুন) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃক্সখলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির আহ্বায়ক ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান। বৈঠকে সভাপতিত্ব করেন শিল্পমন্ত্রী। এ বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রী-সচিবসহ বিভিন্ন সংস্থার প্রধানরা ছিলেন। বৈঠকে জানানো হয়, দেশের আইনশৃঙ্খলা অবনতির সঙ্গে সম্পর্কিত নাশকতা ও নৈরাজ্য সৃষ্টিসহ সব খুন সংগঠিত হয়েছে লাইসেন্সবিহীন মোটরসাইকেলে চড়ে। রংপুরের জাপানি নাগরিক ওসি কুনিও, ঢাকায় ইতালীয় নাগরিক তাবেল্লা সিজার এবং সবশেষ গাইবান্ধার এমপি লিটনকেও হত্যার জন্য ঘাতকরা ব্যবহার করেছে লাইসেন্সবিহীন মোটরসাইকেল। ঘাতকরা মোটরসাইকেল যোগে এসে খুন করে আবার মোটরসাইকেলে চড়েই পালিয়ে গেছে। পরে দেখা গেছে, খুনিরা যে মোটরসাইকেল ব্যবহার করেছে তার কোনোটারই লাইসেন্স নেই। তাই এবার কোনও ছাড় না দিয়ে সরাসরি লাইসেন্সবিহীন মোটরসাইকেল বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।