সাতক্ষীরা

জাতীয় নিরাপদ সড়ক দিবসে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনাসভা

By daily satkhira

October 22, 2023

আসাদুজ্জামান ঃ “আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২৩ উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের আয়োজনে রবিবার সকালে এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পালের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি এ কে ফজলুল হক, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশালী এ.কে.এম শফিকুজ্জামান,

সহকারী কমিশনার ও নির্বাহি ম্যাজিস্ট্রেট সজিব তালুকদার, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ জয়ন্ত কুমার সরকার, নিরাপদ সড়ক সাতক্ষীরার সভাপতি দিদারুল ইসলাম, ট্রাফিক পুলিশ পরিদর্শক শ্যামল কুমার প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারি পরিচালক কে.এম মাহাবুব কবির। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, বিআরটিএ মোটরযান পরিদর্শক সাইফুল ইসলাম, ম্যাকানিক্যাল এ্যাসিসটেন্ট ওবায়দুর রহমান, উচ্চমান সহকারী শেখ মামুন আল হাসান উল্লা, অফিস সহকারী সাইফুল ইসলাম ও সিল ম্যাকানিক শেখ আমিনুর হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়কের দাবীতে ব্যক্তিগত ভাবে আন্দোলন সংগ্রাম শুরু করলও আজ তা জাতীয় দিবস হিসেবে রুপ নিয়েছে। দূর্ঘটনারোধে চালকদের আন্তরিক হতে হবে এবং পথচারীদের সচেতন হতে হবে। ##