নিজস্ব প্রতিবেদক : স্পেশাল অলিম্পিক বাংলাদেশের উদ্যোগে সাতক্ষীরায় ইয়ং এ্যাথলেট প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৮টায় সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে দুই থেকে নয় বছরের প্রতিবন্ধী শিশুদের নিয়ে এ প্রোগ্রামের আয়োজন করা হয়। এসময় ইয়ং এ্যাথলেট এবং তাদের অভিভাবকদের হাতে কলমে প্রশিক্ষণ দেন স্পেশাল অলিম্পিক বাংলাদেশের ইয়ং এ্যাথলেট প্রোগ্রামের প্রোজেক্ট ম্যানেজার অরিন্দম পান্ডে, চীফ কো-অর্ডিনেটর মারুফ আহমেদ মৃদুল, কো- অর্ডিনেটর সেলিম হায়দার, আব্দুল্লাহ আল- মামুন, ইন্টারন্যাশনাল কোচ ও ট্রেইনার সোহেল রানা এবং সুইড খাতিমুন্নেছা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ইয়ং এ্যাথলেট প্রোগ্রাম সাতক্ষীরার ট্রেইনার মো: রফিকুল ইসলাম। এসময় প্রতিবন্ধী বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা নাজমা আক্তার, শিক্ষিকা রুমা রানী, অফিস সহকারী মফিজুল ইসলাম উপস্থিত ছিলেন।