সাতক্ষীরা

জাসদের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় আলোচনা সভা

By daily satkhira

October 31, 2023

সাতক্ষীরা প্রতিনিধি: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকাল ০৪টায় সাতক্ষীরা জেলা জাসদের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শেখ ওবায়েদুস সুলতান বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন লস্কর শেলীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জাসদের সহ-সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক আমির হোসেন খান চৌধুরী, সদস্য আবু তালেব, আশাশুনি উপজেলা জাসদের সাধারণ সম্পাদক রুবেল হোসেন, জেলা যুবজোটের সভাপতি মিলন ঘোষাল, সাধারণ সম্পাদক এস.এম শামীম, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাশুক ফারহান অন্তু প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, আমাদের দেশকে ঘিরে বর্তমানে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। ঐক্যবদ্ধ থেকে আমাদেরকে দেশি-বিদেশি সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশে ফের একাত্তরের পরাজিত শক্তিরা মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। সবাইকে সজাগ থাকতে হবে। সংবিধান অনুযায়ীই যথাসময়ে দেশে নির্বাচন হবে।

এসময় সকল বৈষম্যের অবসান ঘটিয়ে সুশাসন ও সমাজতন্ত্র কায়েম করার আহবান জানানো হয়।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা কৃষক জোটের আহবায়ক ও অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ ফজলুল হক, আশাশুনি উপজেলা ছাত্রলীগের সভাপতি মফিজুল ইসলাম, যুবজোটের সদস্য আবু বকর সিদ্দিক, মোঃ কওসার সরদার, শ্রমিকজোটের সদস্য আমিরুল ইসলাম প্রমুখ।