সাতক্ষীরা

সাতক্ষীরায় অবরোধের কোন প্রভাব পড়েনি: জেলা জামায়াতের সেক্রেটারিসহ ১৮ নেতা-কর্মী গ্রেপ্তার

By daily satkhira

November 01, 2023

আসাদুজ্জামান : সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে তেমন কোন প্রভাব পড়েনি। দূরপাল্লার গণপরিবহন সাতক্ষীরা থেকে ছেড়ে না গেলেও অন্যান্য যান চলাচল ছিল স্বাভাবিক। তবে আভ্যন্তরীন রুটে যাত্রীবাহী বাস চলাচল ছিল স্বাভাবিকের চেয়ে কিছুটা কম। সড়কে কোন পিকেটারকে দেখা যায়নি। নাশকতা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ, বিজিবি ও র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের টহল ছিল চোখে পড়ার মতো। এদিকে, নাশকতার মামলায় জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আজিজসহ জামায়াত-বিএনপির ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ওসি মাহমুদ হোসেন জানান, জামায়াতের জেলা সেক্রেটারি সাতক্ষীরা থেকে খুলনা অভিমুখে যাচ্ছিলেন। পথিমধ্যে পাটকেলঘাটা থানার আহসাননগর এলাকা থেকে সকালে তাকে গ্রেপ্তার করে টহল পুলিশ। এছাড়া জেলার বিভিন্ন স্থান থেকে আরো ১৭ জামায়াত-বিএনপির নেতা-কর্মীকে আটক করা হয়েছে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাতক্ষীরা জেলা কমান্ড্যান্ট মোরশেদা খানম জানান, আইন র্শংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, বিজিবি ও র‌্যাবের পাশা পাশি ৫৬ জন আনসার সদস্য জেলার বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে। এছাড়া মোতায়েন রয়েছে কয়েক প্লাটুন বিজিবি সদস্য।##