আরাফাত হোসেন লিটন : সদর উপজেলার আলিপুর হাটের চালের উপর বটগাছ ভেঙে দুমড়ে মুচড়ে পড়ে জনসাধারণের জীবনে আতঙ্কন বিরাজ করছে। চলতি বর্ষায় ও ঝড়ে উক্ত সরকারি বটগাছটি ভেঙে হাটের চাল আস্তে আস্তে ভেঙ্গে যাওয়ার উপক্রম। বট গাছটি যেকোন সময় বড় ধরনের ক্ষতি হওয়ার আশঙ্খা বিরাজ করছে। এ অবস্থায় উক্ত বটগাছটি কাটা অত্যান্ত জরুরী হয়ে পড়েছে বলে মনে করেন এলাকাবাসী। বিষয়টি হাট ব্যবসায়ীরা ইউপি চেয়ারম্যান ও ভূমি কর্মকর্তাকে মৌখিক ভাবে জানালেও কোন প্রকার ব্যবস্থা গ্রহন করা হয়নি। তাই অতি শীঘ্রই গাছটি দ্রুত কেটে ফেলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।