সাতক্ষীরা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ সামছুজ্জামান জুয়েল এক বিবৃতিতে জানান যে, ৪ নভেম্বর ২০২৩ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত পাটকেলঘাটা থানা কৃষক লীগের পরিচিতি সভা নামে সংবাদ পরিবেশিত হয়েছে।
ওই পরিচিতি সভায় জেলা কৃষক লীগের সদস্য শেখ শাহিদুজ্জামান পাইলটকে আহবায়ক এবং মোঃ শেখ আব্দুর রহমানকে সদস্য সচিব দেখানো হয়েছে।
বাংলাদেশ কৃষক লীগের গঠনতন্ত্রের ১২ ধারা অনুযায়ী জেলা শাখায় কোন থানা কমিটি গঠন করার সুযোগ নাই। থানা কমিটি গঠিত হয় মহানগর কমিটির অধীনে। আর জেলা কমিটির অধীনে উপজেলা কমিটি গঠিত হয়। বর্তমানে ত্রি- বার্ষিক কাউন্সিলরের মাধ্যমে তালা উপজেলা কৃষক লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠিত রয়েছে। জেলাধীন উপজেলা কৃষকলীগের মধ্যে কোন থানা কমিটি গঠন করার সুযোগ নাই। সঙ্গত কারনে কথিত পাটকেলঘাটা থানা কৃষক লীগ কমিটি অবৈধ এবং জেলার সাংগঠনিক কাঠামোয় অস্তিত্বহীন। এই অবৈধ এবং অস্তিত্বহীন কমিটি গঠনের সাথে জড়িত শেখ শাহিদুজ্জামান পাইলট ও মো: শেখ আব্দুর রহমানকে জেলা কৃষক লীগের সদস্য পদ হতে বহিষ্কারের সুপারিশ করে
কেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি বরাবর প্রেরন করা হবে না তার কারন দর্শানোর জন্য আগামী ১৫ দিনের মধ্যে লিখিত ভাবে স্ব শরীরে জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদকের নিকট হাজির হয়ে জবাব দেওয়ার জন্য বলা হল। প্রেস বিজ্ঞপ্তি)