সাতক্ষীরা

জাতীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত সিলভার জুবলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

By daily satkhira

November 08, 2023

নিজস্ব প্রতিনিধি : জাতীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত সাতক্ষীরা সিলভার জুবলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমান উল্লাহ আল হাদী। সিলভার জুবলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন কারিমি। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা।

বক্তব্য রাখেন, সদর উপজেলার শিক্ষা অফিসার আব্দুল গণি, ইন্সট্যাক্টর বৈদ্যনাথ সরকার, সিলভার জুবলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চায়না ব্যানার্জি, শিক্ষক-অভিভাবক কমিটির সভাপতি আরিফুন্নেছা, বিদ্যালয়ের স্টুডেন্টস কাউন্সিলের সভাপতি প্রকৃতি মন্ডল।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় করে বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী শেখ তানভীর আজিজ, অনিন্দিতা চক্রবর্তী ও ফাহিম আহমেদ।

আলোচনাসভা শেষে জাতীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিত শিক্ষার্থীরা হলো, বিদ্যালয়ের শিক্ষার্থী অস্মিতা বর্ণা রায় দেশব্যাপী বয়স ও বিষয়ভিত্তিক জাতীয় নৃত্য প্রতিযোগিতা-২০২২ – ক বিভাগ লোক নৃত্যে সেরা নৃত্যশিল্পী, অনিন্দিতা চক্রবর্তী আন্ত:প্রাথমিক বিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২২ জাতীয় পর্যায়ে অভিনয়ে বিশেষ সম্মাননা, শেখ তানভীর আজিজ প্রাথমিক শিক্ষা পদক-২০২৩, জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিশু ২য় স্থান অধিকার করে, জাতীয় পর্যায়ে গল্পবলায় ৩য় স্থান অধিকার করে আববার আহমেদ আরাফ এবং এস এম নাদিদ তাহসিন দি ডেইলি স্টার নিউজ পেপার অলিম্পিড সেশন-৩ চ্যাম্পন হয়। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় নাচ,গান ও কবিতা আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ##