সাতক্ষীরা

বিএনপি জামায়াতের অবৈধ হরতাল অবরোধের প্রতিবাদে শ্রমিকলীগের সমাবেশ

By daily satkhira

November 11, 2023

প্রেস বিজ্ঞপ্তি : বিএনপি জামায়াতের জ্বালাও পোড়াও অবৈধ হরতাল অবরোধের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ নভেম্বর) বেলা ১১টায় শহরের খুলনা রোড মোড়ে জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে জেলা শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু’র সভাপতিত্বে ও জেলা শ্রমিক লীগের সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসির সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “আমি বারবার সাতক্ষীরাবাসীকে ধন্যবাদ জানায়, কারণ সাতক্ষীরার মানুষ বিএনপি জামায়াতের জ্বালাও পোড়াও অবৈধ হরতাল অবরোধের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং প্রত্যাখান করেছে হরতাল-অবরোধ। সাতক্ষীরায় সব কিছু স্বাভাবিক রয়েছে। জামায়াত-বিএনপি জ¦ালাও পোড়াও করে দেশকে অশান্ত করতে চায়। তাদের অবৈধ হরতাল অবরোধকে কঠোরভাবে মোকাবেলা করতে হবে। প্রতিবাদ সমাবেশে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম। প্রতিবাদ সমাবেশে বিশেষ বক্তা হিসেবে বলেন রাখেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ খালেক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরা প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক বিকাশ চন্দ্র দাস, শেখ শাহাঙ্গীর হোসেন শাহিন, শরিফুল ইসলাম ও সবুজ খান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান মো. আলাউদ্দিন, সদর উপজেলা শ্রমিক লীগের জাহিদ খান, যুগ্ম আহবায়ক মো. কবিরুল ইসলাম, পৌর শ্রমিক লীগের মো. জোহর আলী, মো. রমজান আলী, ভোমরা স্থল বন্দর শ্রমিক লীগের সভাপতি ও জেলা সদস্য মো. আজিবুর রহমান আলিম, পৌর শ্রমিক লীগের সদস্য সচিব মিজানুর রহমান মিজান, পৌর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু আব্দুল্লাহ আবু সাক্কার, সাধারণ সম্পাদক নূর মনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক রুবেল হোসেন, সাংবাদিক এস.এম রেজাউল ইসলাম, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা রানী দাস, দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম সিম্মি, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমান প্রমুখ।