সাতক্ষীরা

বসন্তপুর নদীবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

By daily satkhira

November 13, 2023

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের বসন্তপুর নদীবন্দরের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা। সোমবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ৩ টায় খুলনায় অনুষ্ঠিত জনসভা থেকে বহুল প্রত্যাশিত এই বন্দরের কার্যক্রম উদ্বোধন করেন।

বসন্তপুর নদীবন্দর উদ্বোধন উপলক্ষে কালিগঞ্জ সীমান্তে ইছামতি, কালিন্দী ও কাকশিয়ালী নদীর মোহনায় উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে সোমবার বেলা আড়াইটায় এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলে বিআইডাব্লিউটিএ’র খুলনা বিভাগীয় উপ-পরিচালক পিযুষ সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাহার আলী, বসন্তপুর নৌ-বন্দর বিষয়ক সাব কমিটির আহবায়ক এবং সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাকিম প্রমুখ।

বসন্তপুর নদীবন্দর উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন সরকারি অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী ও বিপুল সংখ্যক এলাকাবাসী ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।

সীমান্তের ইছামতী-কালিন্দী ও কাকশিয়ালী নদীর মোহনায় অবস্থিত কালিগঞ্জের বসন্তপুর গ্রাম। ৫৮ বছর আগেও এই গ্রামে ছিল সমৃদ্ধ নৌবন্দর। এই নৌবন্দররে মাধ্যমে বৈদেশিক বাণিজ্য হত ভারতের সঙ্গে। তখন বসন্তপুর ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশ-ভারত যাতায়াত করা যেতো। এছাড়া সাতক্ষীরায় উৎপাদিত মাছ, কাঠ ও কাঠের তৈরি সামগ্রিসহ স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন পণ্য ভারতে রপ্তানি হত। ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধের পর এই বন্দরটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। বর্তমান সরকারের আমলে বন্দরটির কার্যক্রম পুনরায় চালু করতে বিশেষ উদ্যোগ নেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন। একইসঙ্গে তাকে আহ্বায়ক করে বসন্তপুর নদী বন্দর বিষয়ক একটি সাব কমিটি গঠন করে জেলা আওয়ামী লীগ। এজাজ আহমেদ স্বপনের আবেদনের প্রেক্ষিতে সরকার গত অক্টোবর নৌবন্দরটি নতুন করে ‘বসন্তপুর নদীবন্দর’ ঘোষণা করে এবং বিআইডবিøউটিএকে নবঘোষিত বসন্তপুর নদীবন্দররে সংরক্ষক নিযুক্ত করে।