শ্যামনগর

শ্যামনগর উপজেলার ওষুধ ব্যবসায়ীদের নিয়ে জনসচেতনামূলক সভা

By daily satkhira

November 15, 2023

প্রেস বিজ্ঞপ্তি: নকল, ভেজাল, রেজিস্ট্রেশনবিহীন ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ এবং রেজি: চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া এন্টিবায়োটিক বিক্রয় করার প্রতিরোধে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১ টায় শহরের ইটাগাছাস্থ সাতক্ষীরা ড্রাগ সুপার এর কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। ঔষধ প্রশাসন অধিদপ্তর, সাতক্ষীরার আয়োজনে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি শ্যামনগর উপজেলা শাখার সার্বিক সহযোগিতায় শ্যামনগর উপজেলার ঔষধ ব্যবসায়ীদের নিয়ে উক্ত সভাটি অনুষ্ঠিত হয়। “ঔষধ – বিক্রয় ইনভয়েস/ ক্যাশমেমোর মাধ্যমে করি” ভেজাল মেয়াদ উত্তীর্ণ ওষুধ প্রতিরোধ করি” স্লোগানের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা ঔষধ পরিদর্শক সুশীল কুমার ঢালি।

বিশেষ অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মোঃ দবির উদ্দিন। অনুষ্ঠানের শ্যামনগর উপজেলার বিভিন্ন এলাকার ঔষধ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।