সাতক্ষীরা

এক যোগে জেলার সকল উপজেলা কৃষকলীগের বর্ধিত সভা

By daily satkhira

November 16, 2023

বাংলাদেশ কৃষকলীগের নির্দেশনা অনুযায়ী আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংগঠনকে গতিশীল করতে সাতক্ষীরা জেলার সকল উপজেলা শাখা কৃষকলীগের বর্ধিতসভা এক যোগে অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় নির্ধারিত সময়সূচি অনুযায়ী ১৬ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৩টায় এ বর্ধিতসভাগুলো অনুষ্ঠিত হয়। সাতক্ষীরার পুরাতন আইনজীবী ভবন কার্যালয়ে সাতক্ষীরা সদর ও পৌরশাখা কৃষকলীগের বর্ধিত সভায় সভাপতিত্ব করেন, পৌর কৃষকলীগের সভাপতি মো: রাশিদ হাসান চৌধুরী বাবু।

প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আসাদুজ্জামান বাবু, প্রধান বক্তা ছিলেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো: সামছুজ্জামান জুয়েল। উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষকলীগের সভাপতি মাস্টার আব্দুল করিম, সাধারণ সম্পাদক মো: রেজাউল ইসলাম, পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক শাহ মো: আনারুল ইসলাম। তালা উপজেলা কৃষকলীগের বর্ধিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো: ইন্দ্রিজিৎ কুমার সাধু। প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ কৃষকলীগের জাতীয় পরিষদ সদস্য মো: মনজুর হোসেন। কলারোয়া উপজেলা কৃষকলীগের বর্ধিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা আহবায়ক মো: আমানুল্লাহ মোড়ল।

সঞ্চালনায় ছিলেন সঞ্জিব রায়। আশাশুনি উপজেলা কৃষকলীগের বর্ধিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি রাশেদ সরোয়ার শেলি। সঞ্চালনায় ছিলেন, উপজেলা সাধারণ সম্পাদক মতিলাল সরকার। দেবহাটা উপজেলা কৃষকলীগের বর্ধিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আহবায়ক নির্মল কুমার মন্ডল। সঞ্চালনায় ছিলেন,যুগ্ম আহবায়ক আব্দুর রব লিটু ও সদস্য সচিব হুমায়ুন কবির হিম। কালিগঞ্জ উপজেলা কৃষকলীগের বর্ধিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি মো: আব্দুর রাজ্জাক। সঞ্চালনায় ছিলেন উপজেলা সাধারণ সম্পাদক মো: মোকলেছুর রহমান। শ্যামনগর উপজেলা কৃষকলীগের বর্ধিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা কৃষকলীগের সভাপতি মনজুর এলাহী। সঞ্চালনায় ছিলেন উপজেলা সাধারণ সম্পাদক মো: আনিসুর রহমান আনিস।

সকল উপজেলা কৃষকলীগের বর্ধিত সভায় আগামী ২১ নভেম্বর ইউনিয়ন কৃষকলীগের বর্ধিত সভা ডাকার আহ্বান জানানো হয়। ইউনিয়ন বর্ধিত সভা থেকে প্রতি ইউনিয়ন থেকে ১০০ জন করে ইউনিয়ন কৃষকলীগের নেতৃবৃন্দের নাম ও মোবাইল নাম্বার সংগ্রহ করার আহ্বান জানানো হয়। সংগৃহিত সকল নেতাকর্মীদের নামের তালিকা নির্ধারিত সময়ে কেন্দ্রীয় কৃষকলীগ বরাবর পাঠানোর সিদ্ধান্ত গৃহিত হয়। প্রেস বিজ্ঞপ্তি