কালিগঞ্জ

কালিগঞ্জে শিক্ষার্থীদের ক্লাস নিলেন সহকারী কমিশনার (ভূমি)

By daily satkhira

November 19, 2023

কালিগঞ্জ প্রতিনিধি : কখনও শিক্ষক, কখনও কৃষক, কখনও জেলে, কখনও সংঙ্গীত শিল্পী আবার কখনও যোগ্য অভিভাবকের ভূমিকায় নিজেকে শানিত করে চলেছেন (বি.সি.এস প্রশাসন) ক্যাডার একজন কর্মকর্তা। নানা গুনের অধিকারী একজন সরকারি কর্মকর্তা নিজেকে তুলে ধরছেন উপজেলার সর্বস্থরের মানুষের মাঝে নিজের কর্ম দক্ষতা দিয়ে। ইতি মধ্যে তিনি সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেয়ে বিভিন্ন মহল থেকে প্রশংসিত হয়েছেন। এতোক্ষণ বলছিলাম কালিগঞ্জ উপজেলার চৌকোস সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) মোঃ আজাহার আলীর কথা। (১৯ নভেম্বর) রোববার বেলা ১১টায় দিকে হঠাৎ তিনি উপস্তিত হন উপজেলার কাটুনিয়া রাজবাড়ি ডিগ্রী কলেজে।

এসময় তিনি ক্লাসে ঢুকে শিক্ষার্থীদের মাঝে পাঠদান শুরু করেন। এক পর্যায়ে ভূমি কি? ভূমি জরিপ, দলিল, রেকর্ডসহ জমিজমা সংক্রান্ত বিষয়ের উপর ক্লাস নেওয়ার পর বাল্য বিয়ের কুফল, মাদক ও আদর্শ নাগরিক হিসাবে গড়ে উঠার সার্বিক বিষয়ে ক্লাস নেন। এছাড়াও অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, নামজারি করার পদ্ধতি, খতিয়ান/পর্চা সংগ্রহ ইত্যাদি বিষয়ে হাতে কলমে শিখিয়ে দেন। প্রায় ১ ঘন্টা ২০ মিনিটের এই সেশনে কলেজের ১ম ও ২য় বর্ষের শতাধিক শিক্ষার্থী ছাড়াও কলের অধ্যক্ষ, অন্যান্য শিক্ষকম-লী উপস্থিত ছিলেন। সহকারী কমিশিনার (ভূমি) অংংরংঃধহঃ ঈড়সসরংংরড়হবৎ (খধহফ)। তিনি কালেক্টর বা ডিসি এর প্রতিনিধি হিসেবে বিভিন্ন আইনের অধীনে ভূমি ব্যবস্থাপনা ও ভূমি উন্নয়ন কর আদায়ের কাজ করে থাকেন। ভূমি সংক্রান্ত অধিকাংশ সমস্যা সমাধানের এখতিয়ার বা এসি (ল্যান্ড) এর রয়েছে। তিনি উপজেলা নির্বাহী অফিসার, এডিসি (রেভিন্যু) এবং সর্বোপরি ডিসি বা জেলা প্রশাসকের নিয়ন্ত্রণে অতি সুচারুভাবে কাজ করে থাকেন। এই উপলোয় যোগদানের পর থেকে ভুমি অফিসসহ বিভিন্ন সেক্টরে বিশেষ অবদান রেখে প্রসংশিত হয়েছেন। সম্প্রতি ভুমি সেবায় তিনি জেলার মধ্যে শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) হওয়ার গৌরব অর্জন করেছেন।