কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় করেন সাতক্ষীরা-৪ আসনের তৃণমূল বিএনপি‘র মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. আসলাম আল মেহেদী। মঙ্গলবার বেলা ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে তিনি মতবিনিময় করেন। প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে এসময় তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপি‘র প্রার্থী হিসেবে সাতক্ষীরা-৪ (শ্যামনগর ও কালিগঞ্জ আংশিক) আসনের সংসদ নির্বাচনে প্রদ্বি›িদ্বতা অংশগ্রহন করছি।
ব্যাক্তি হিসেবে দেশ ও দেশের বাহিরে ডক্টরেটসহ অনেক বড় বড় ডিগ্রি পেয়েছি। এখন সময় এসেছে নিজ এলাকার জনগনের কল্যাণে কিছু করার। সিদ্ধান্ত নিয়েছি এবং দৃঢভাবে শফত নিয়ে সেই লক্ষ্যে এই নির্বাচনে অংশগ্রন করেছি। অবদান রাখতে চাই সংসদীয় আসনের অবহেলিত মানুষের কল্যাণে। সংবাদপত্রের মাধ্যমে আমার এই চাওয়াকে প্রচার করবেন। শিক্ষিত, মার্জিত ও সর্বজন গ্রহনযোগ্য ব্যাক্তিকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করবেন। বিগত দিনে সাতক্ষীরা ৪-আসনে আশানুরূপ উন্নয়ন হয়নি। সড়ক ও জনপদে উন্নয়নের তেমন কোন ছোয়া লাগেনি। আমি নির্বাচিত হতে পারলে জনগনের সেই চাওয়াকে প্রাধান্য দিয়ে কাজ করবো। সে ক্ষেত্রে সাংবাদিকবৃন্দ আমার সাথে থেকে সহযোগিতা করবে বলে আমি মনে করি। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু‘র পরিচালনায় মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন তৃণমূল বিএনপি‘র সাতক্ষীরা-৩ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী রুবেল হোসেন। মতবিনিময় সভায় সাংবাদিকদের নির্বাচন সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তৃণমুল বিএনপি‘র মনোনিত প্রার্থী ড. আসলাম আল মেহেদী।