কালিগঞ্জ

সাঈদ মেহেদীর নামে মামলা প্রত্যাহারের দাবিতে সমাবেশ

By daily satkhira

September 20, 2016

নিজস্ব প্রতিবেদক: কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মৌতলা ইউপি চেয়ারম্যান সাঈদ মেহেদীর নামে  মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টায় মৌতলা ইউনিয়নের পানিয়া স্কুল মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক চন্ডীচরণ মন্ডল। মৌতলা ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের

আয়োজনে এবং সাবেক ছাত্রলীগ নেতা সাহিত্য ভঞ্জন চৌধুরির পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সদস্য ও সাতক্ষীরা জজকোর্টের এডিশনাল পিপি এড. মোজাহার হোসেন কান্টু, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ রিয়াজ উদ্দীন, ডি এম সিরাজুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ারুল কবির লিটু, সাবেক যুবলীগ নেতা ও মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাস্টার শফিকুল ইসলাম, অমল কৃষ্ণ প্রমুখ। এসময় বক্তারা বলেন, সাঈদ মেহেদীকে বাদ দিয়ে কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের অস্তিত্ব কল্পনা করা যায় না। তিনি ছাত্রজীবন থেকে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। তিনি বিগত ২০১৩ সাল থেকে জামায়াত-শিবিরের সকল নাশকতা প্রতিরোধে সরাসরি নেতৃত্বে দিয়েছেন। তিনি এই উপজেলা আওয়ামীলীগের নির্বাচিত সাধারণ সম্পাদক। কিন্তু যে ঘটনায় তাকে আসামী করে মিথ্যা মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সেদিন তিনি কালিগঞ্জে ছিলেন না। তার মত এক জনপ্রিয় নেতার নামে মিথ্যা মামলা দেওয়া মানে তাকে হয়রানি করা ছাড়া আর কিছুই না। আজ সাঈদ মেহেদীর নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এ সমাবেশে হাজারো মানুষ উপস্থিত হওয়ার কথা থাকলেও বিরোধী পক্ষে ভয়ভীতি ও পুলিশি বাধায় তা সম্ভব হয়নি। বক্তারা অবিলম্বে সাঈদ মেহেদীর নামে মিথ্যা প্রত্যাহার করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এর আগে পানিয়া স্কুল মাঠে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সাঈদ মেহেদীর নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।