সাতক্ষীরা

দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে কালিগঞ্জ উপজেলা আ‘লীগের বর্ধিত সভা

By daily satkhira

December 02, 2023

কালিগঞ্জ প্রতিনিধি : জাতীয় সংসদীয় আসন সাতক্ষীরা-১০৮ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ আসনের আ‘লীগের দলীয় প্রার্থী ও সাতক্ষীরা-৪ আসনের প্রার্থীর নির্বাচনী প্রচার প্রচারণা লক্ষে কালিগঞ্জ উপজেলা আ‘লীগ কার্যালয়ে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যার পূর্ব মুহুত্বে উপজেলা আ‘লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সি‘র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট পরিচালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি‘র বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী প্রফেসর ডঃ আ.ফ.ম রুহুল হক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী এসএম, আতাউল হক দোলন। এসময় বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন জেলা আ‘লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম লেলিন, শিক্ষা ও মানবাধিকার বিষয়ক সম্পাদক লায়লা পারভিন সেজুতি, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডঃ সুব্রত ঘোষ, শ্যামনগর উপজেলা আ‘লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ জাফরুল আলম বাবু, জেলা আ‘লীগের সদস্য ও কালিগঞ্জ উপজেলা আ‘লীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডঃ শেখ মোজাহার হোসেন কান্টু, উপজেলা আ‘লীগের সাংগঠনিক সম্পাদক ও যুবলীগের সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম,

উপজেলা আ‘লীগের যুগ্ন সম্পাদক ইঞ্জিনিয়র মেহেদী হাসান সুমন, যুগ্ন সম্পাদক সজল মুখার্জি, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ হাবিব ফেরদৌস শিমুল, আ‘লীগ নেতা ডি.এম, সিরাজুল ইসলাম, আ‘লীগের সভানেত্রী জেবুন্নাহার জেবু, কৃষক লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শেখ শাহজালাল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ নুরুজ্জামান জামু প্রমুখ। এছাড়াও সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন ইউনিয়ন আ‘লীগের সভাপতি কাজী কাউফিল-ওরা সজল, মোস্তফা কবিরুজ্জামান মন্টু, নুরুল হক সরদার, ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, আনিসুজ্জামান খোকন, মোকলেছুর রহমান মুকুল, দুলাল চন্দ্র ঘোষ, ইউপি চেয়ারম্যান আ‘লীগ নেতা আলিম আল রাজী টোকন প্রমুখ। বর্ধিত সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সাতক্ষীরা-৩ ও ৪ আসনের দলীয় প্রার্থীকে বিজয়ী করার লক্ষে ঐক্যমত পোষণ করেন।