সাতক্ষীরা

সাতক্ষীরায় রেমিট্যান্স গ্রহণকারী গ্রাহকদের নিয়ে বিশেষ অনুপ্রেরণা মূলক সভা

By daily satkhira

December 04, 2023

নিজস্ব প্রতিনিধি : “জনতা ব্যাংক জনতার সাথে, রেমিট্যান্স পাঠাব বৈধ পথে” ম্লোগানে এবং প্রধান কার্যালয় কর্তৃক ঘোষিত বৈধভাবে টাকা পাঠালেই ৫% বোনাস এর প্রচারনায় সাতক্ষীরায় রেমিট্যান্স গ্রহণকারী গ্রাহকদের নিয়ে বিশেষ অনুপ্রেরণা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে জনতা ব্যাংক সেনেরগাতী শাখার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনতা ব্যাংক সাতক্ষীরা এরিয়া প্রধান উপ-মহা ব্যবস্থাপক মো: আব্দুস সালাম।

বিশেষ অতিথি ছিলেন, সহকারী মহা ব্যবস্থাপক সেখ আমীর আলী, ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। জনতা ব্যাংক সেনেরগাতী শাখার ব্যবস্থাপক মো: নাসির উদ্দীন এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ফরেন রেমিট্যান্স কর্মকর্তা নাহিদ পারভেজ, সরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম, শাখার কর্মকর্তা আলাউদ্দিন মাহমুদ, মনিরুল ইসলাম, রামকৃষ্ণ সরকার, ফুলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রেজাউল করিম, বজলুর রহমান, রেমিট্যান্স গ্রহণকারী মুর্শিদা আক্তার, আব্দুল হামিদ ধাবক।

এ সময় প্রধান অতিথি বলেন, প্রবাসী ভাইয়েরা জীবনের ঝুঁকি নিয়ে টাকা উপার্জন করেন। হুন্ডি বা অন্য মাধ্যমে টাকা না পাঠিয়ে সকলকে সরকার ঘোষিত বৈধ মাধ্যমে টাকা পাঠাতে হবে। তাহলে পরিশ্রমের অর্থ নিরাপদ থাকবে। দেশ ও জাতি উপকৃত হবে। পাশাপাশি প্রবাসীদের রেমিট্যান্স যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। বর্তমানে বিদেশ থেকে বৈধভাবে টাকা আসলেই ৫ % বোনাস দেওয়া হচ্ছে। তিনি সকলকে ব্যাংকের উপর আস্থা রাখার আহ্বান জানান এবং জনতা ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স পাঠানোর জন্য অনুরোধ জানান।

অনুষ্ঠানে শাখার ব্যবস্থাপকের কার্যক্রমের উপর সন্তোষ প্রকাশ করে গ্রাহকরা বলেন, বর্তমানে সেনেরগাঁতী শাখার সেবার মান ও পরিবেশ অনেক উন্নত হয়েছে।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, শাখার সিনিয়র অফিসার দিদারুল ইসলাম। পরে সর্বোচ্চ রেমিট্যান্স গ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি। ##