সাতক্ষীরা

একদিনেই সাতক্ষীরায় পেঁয়াজের দাম দ্বিগুনেরও বেশি

By daily satkhira

December 09, 2023

নিজস্ব প্রতিনিধি : ভারত সরকার কর্তৃক পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণার একদিনেই সাতক্ষীরায় পেঁয়াজের দাম দ্বিগুনেরও বেশি হয়েছে। এনিয়ে ব্যাপক ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা।

সাতক্ষীরা সুলতানপুর বাজারে শুক্রবার ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ৭০/৮০ টাকা। রপ্তানী বন্ধ ঘোষণার পর রাত পার না হতেই শনিবার পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ১শ’ ৭০ টাকা থেকে ৮০ টাকা। অনুরুপ দেশি পেঁয়াজ গতকাল বিক্রি হয়েছিল ১শ’ টাকা। আর শনিবার বিক্রি হচ্ছে ২শ’ টাকা। অস্বাভাবিক এই দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ ক্রেতারা।

সাতক্ষীরা পৌরসভার কাটিয়া এলাকার বাসিন্দা আনিসুর রহমান জানান,‘‘ পেঁয়াজ রপ্তানি বন্ধ হয়ে যাচ্ছে, এমন খবর পেয়ে শুক্রবার রাতেই বড়বাজারে এসেছিলাম। ৮০ টাকার পেঁয়াজ কিনেছিলাম ১০০ টাকায়। অথচ রাত পার না হতেই শনিবার বড়বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ১শ’ ৮০ টাকায়।’’

ভোমরা সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি নওশাদ দেলওয়ার রাজু জানান,‘‘বাজারে পেঁয়াজের ঘাটতি নেই। একধরণের অসাধু ব্যবসায়ী সুযোগ বুঝে দাম বাড়াচ্ছে। প্রশাসনের কাছে আহবান করি,দ্রুত অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। ’’ রপ্তানি বন্ধের ঘোষণায় ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্থ হচ্ছে জানিয়ে তিনি বলেন,‘‘অনেকের এলসি খোলা থাকলেও পণ্য বুকিং না হওয়ায় তারা ব্যবসায়ীকভাবে ক্ষতিগ্রস্থ হবে। সরকারের উচিৎ,ভারত সরকারের সাথে কথা বলে জলদি পেঁয়াজ আমদানির ব্যবস্থা করা। ’’