আন্তর্জাতিক

সেই ‘আল-নুরি’ মসজিদ উড়িয়ে দিয়েছে আইএস

By Daily Satkhira

June 22, 2017

ইরাকের মসুলে অবস্থিত ঐতিহাসিক ‘আল-নুরি’ মসজিদ উড়িয়ে দিয়েছে তথাকথিত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। মসজিদটি ঐতিহ্যবাহী মসুল শহরের একেবারে কেন্দ্রে অবস্থিত ছিল। ২০১৪ সালে এই মসজিদ থেকেই আইএসপ্রধান আবু বকর আল বাগদাদি ‘খিলাফত’ ঘোষণা করেছিলেন।

ইরাকের সেনাবাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা বিবিসি।

অন্যদিকে, আইএসের বার্তা সংস্থা ‘আমাক’ এক বিবৃতিতে জানায়, গত বুধবার যুক্তরাষ্ট্রের বিমান থেকে ফেলা এক বোমার আঘাতে ওই মসজিদ উড়ে যায়। তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আইএসের এই দাবিকে এক হাজার শতাংশ মিথ্যা বলে আখ্যা দিয়েছেন।

এদিকে ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি বলেছেন, পরাজয় নিশ্চিত দেখে সবকিছু ধ্বংস করছে আইএস। মসুলে নিকটবর্তী সেনাবাহিনী দেখে তারা আল-নুরি মসজিদ উড়িয়ে দিয়েছে। তিনি এই মসজিদ ধ্বংসকে এক অপূরণীয় ক্ষতি বলেও বর্ণনা করেন।

এদিকে মসুল অভিযানে অংশ নেওয়া এক ইরাকি সেনা কর্মকর্তা দাবি করেন, মসুল শহরে সেনাবাহিনী ঢোকার পরপরই আইএস ওই মসজিদ ধ্বংস করে।

এদিকে বিমান থেকে তোলা ছবিতে দেখা গেছে, লম্বা মিনারওয়ালা মসজিদটির একটি ছোট্ট ধ্বংসাবশেষ কেবল অবশিষ্ট রয়েছে। মসজিদটি প্রার্থনাকেন্দ্র ছাড়াও প্রাচীন গ্রন্থ সংগ্রহশালা ও গবেষণাকেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো।