দেবহাটা

দেবহাটায় ক্ষুদ্র ও প্রান্তিক ১৭ শত কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার সহায়তা

By daily satkhira

December 10, 2023

দেবহাটা প্রতিনিধিঃ দেবহাটায় ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে বোরো ধানের উফশী জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির জন্য ১ হাজার সাতশত জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার সহায়তা প্রদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ ডিসেম্বর) সকাল ১০ টায় কৃষি অফিস চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ।

উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার এ,এ,ও মোহাম্মদ শওকত ওসমান,উপজেলা উপসহকারী কৃষি অফিসার মোস্তফা মোস্তাক আহমেদ, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। কৃষি উপসহকারী অফিসার সাইদ আহমেদ,মনিরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি উপ সহকারী মোঃ আফজাল হোসেন উক্ত প্রতিটি কৃষকের রবি মৌসুমে বোরো ধানের উফশী জাতের বীজ ১০কেজি, ১০কেজি M,O,P স্যার ১০কেজি D,A,P স্যার বিতরণ করা হয়।