কালিগঞ্জ

কালিগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী

By daily satkhira

December 12, 2023

কা‌লিগঞ্জ প্রতি‌নি‌ধিঃ কালিগঞ্জে জাতীয় ভিটামিন এ’প্লাস ক্যাম্পেইনের আনুষ্ঠ‌নিক ভা‌বে উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আ.ফ.ম. রুহুল হক। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে (১২ ডিসেম্বর) মঙ্গলবার বেলা ১০টায় নলতা হাসপাতালে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বুলবল কবীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা প‌রিষ‌দের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের মে‌ডি‌কেল অ‌ফিসার (এমওডিসি) ডাঃ সাইরিস মেহেরা সেতু, মে‌ডি‌কে‌লে টেকনোল‌জিষ্ট (ইপিআই) শেখ মশিউর রহমান, নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুস সোবহান, স্বাস্থ্য পরিদর্শক প্রশান্ত সরকার প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন নলতা ইউনিয়ন আ’লীগের সভাপতি আনিসুজ্জামান খোকন, সহ-সভাপতি তারিকুল ইসলাম সহ সাংবাদিকবৃন্দ।

উ‌দ্বোধনী অনুষ্ঠা‌নের জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন প্রধান অ‌তি‌থি। তি‌নি আ‌রো ব‌লেন, ভিটামিন এ প্লাস ক্যাপসুল শিশুদের জন্য বিশেষ কার্যকরী ঔষধ। রাতকানা ও অপুষ্টি রোধে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খুবই গুরুত্বপূর্ণ। আমরা সবাই বাচ্ছা শিশু‌দের সুস্থ্য রাখতে নিজ দায়িত্বে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর চেষ্টায় কাজ করি।