আশাশুনি ব্যুরো: আশাশুনিতে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে উপকারভোগি কৃষকদের মাঝে এলএলপি (লো লিট পাম্প) বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় চত্বরে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় উপকার ভোগি ২২ জন কৃষকের মাঝে ২২ টি সেচযন্ত্র বিতরন করে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সেচযন্ত্র বিতরন করেন। মিনি পুকুর ভিত্তিক তরমুজ চাষী এ যন্ত্রের মাধ্যমে পানি ব্যবহার করে সেচ কার্যের সুবিধা পেতে পারবে। যা প্রদর্শনী বাস্তবায়ন কাজেও ব্যবহৃত হবে এবং ভূ-উপরস্থ পানির দক্ষতা ব্যবহার নিশ্চিত করার নিমিত্বে উপকারভোগি কৃষকদের সেচের সুযোগ হবে। সেচযন্ত্র বিতরনকালে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম, বড়দল ইউপি চেয়ারম্যান, এসএপিপিও মোঃ বিল্লাল হোসেন ও উপ সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।